সংসদ অধিবেশন চলবে ৭ নভেম্বর পর্যন্ত
নবম জাতীয় সংসদের ১৯তম এ অধিবেশন ৭ নভেম্বর পর্যন্ত চলবে। বুধবার বিকেলে জাতীয় সংসদে কার্যউপদেষ্টা কমিটির বৈঠকে এ সিদ্ধান্ত হয়। স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী বৈঠকে সভাপতিত্ব করেন। এদিকে ১৩ দিন বিরতির পর বিকেল পাঁচটায় আবার বসেছে সংসদের অধিবেশন। স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে নবম জাতীয় সংসদের ১৯তম এ অধিবেশনের তৃতীয় পর্ব শুরু হয়। এর আগে ১৯তম এ অধিবেশনে দুই দফা বিরতি দেয়া হয়। সর্বশেষ ঈদের আগে ৯ অক্টোবর রাত ৯টা ৩২ মিনিটে স্পিকার সংসদ অধিবেশনের বিরতি দেন।