রেলওয়ে খাতে সহযোগিতা বৃদ্ধি
যুক্তরাজ্য-তুরস্ক সমঝোতা স্মারক স্বাক্ষর
সম্প্রতি যুক্তরাজ্য ও তুরস্ক রেলওয়ে খাতে পারস্পরিক সহযোগিতা জোরদার করার প্রতিশ্রুতি নিয়ে একটি সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে। ফোরামে বক্তব্য প্রধান কালে তুরস্কে নিযুক্ত ব্রিটিশ উপ রাষ্ট্রদূত ওয়েন্ডি উইভার পারস্পরিক অংশীদারিত্বের গুরুত্বের উপর জোর দিয়ে বলেন, তুরস্ক নিরাপত্তা, জ্বালানি, বাণিজ্য, পরিবহন ও অন্যান্য গুরুত্বপূর্ণ ক্ষেত্রে যুক্তরাজ্যের একটি শক্তিশালী মিত্র।
তিনি আর বলেন, রেলওয়ে নিরাপত্তা, উদ্ভাবন, রক্ষণাবেক্ষণ এবং রেলওয়ের উপর জলবায়ু পরিবর্তনের প্রভাব সংক্রান্ত বিষয়ে সহযোগিতার লক্ষ্যে কার্যক্রম চলমান রয়েছে।
ওয়েন্ডি আরো বলেন, তুরস্কের পরিবহন খাতে উল্লেখযোগ্য প্রবৃদ্ধির সম্ভাবনা বিদ্যমান। এক্ষেত্রে দেশটির কৌশলগত অবস্থান ও বৈশ্বিক সুযোগ-সুবিধায় এর ভূমিকা তাৎপর্যপূর্ণ।
তুরস্কের উপ পরিবহন মন্ত্রী ওমরুরি আয়ান বলেন, এখন একটি টেকসই, নিরাপদ, কার্যকর এবং উপযুক্ত পরিবহন হাতে অগ্রাধিকার দিতে হবে। তিনি বলেন তুরস্কের রেলওয়ে কার্যক্রম চালিকাশক্তি, যা অর্থনৈতিক সামাজিক ও সাংস্কৃতিক উন্নয়নের ভূমিকা রাখছে। উইভার ও আয়ান ছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইউকে ডিপার্টমেন্ট ফর ট্রান্সপোর্ট এর আন্তর্জাতিক রেলওয়ে প্রধান আন্দ্রে পিয়ারসন এবং রেলওয়ে সংস্থাসমূহের প্রতিনিধিবৃন্দ। আংকারার জেডব্লিউ ম্যারিয়ট হোটেলে এই ফোরাম অনুষ্ঠিত হয়।