‘গাজা ফ্যামিলি ভিসা স্কীম’ চালুর দাবি ২৪ জন ব্রিটিশ এমপি’র
যুক্তরাজ্যের ২৪ জন আইন প্রণেতা অথ্যার্ৎ এমপি একটি ‘গাজা ফ্যামিলি ভিসা স্কীম’ চালুর জন্য ব্রিটিশ সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন, যাতে ফিলিস্তিনীরা যুক্তরাজ্যে তাদের পরিবারের সদস্যদের সাথে মিলিত হতে পারে এবং দেশটিতে অস্থায়ী অভায়শ্রয় পেতে পারে।
লেবার এন্ড কোঅপারেটিভ এমপি র্যাচেল মাস্কেল এক আবেদনে ‘ইউক্রেইন ফ্যামিলি স্কীম’ ভিত্তিক একটি গাজা ফ্যামিলি ভিসা স্কীম চালুর আহ্বান জানিয়েছেন। ইউক্রেইন রাশিয়ার সাথে যুদ্ধ শুরুর পর ২০২২ সালের মার্চ মাসে এটা চালু করা হয়। এই স্কীম যুক্তরাজ্যের বসবাসরত লোকজনকে একজন ইউক্রেনীয় কিংবা একটি ইউক্রেনীয় পরিবারকে তাদের সাথে বসবাসের উদ্দেশ্যে যুক্তরাজ্যে আসার জন্য স্পন্সর করতে সক্ষমতা প্রদান করে। অবশ্য এক্ষেত্রে যুক্তরাজ্যের লোকজনকে ঐ ব্যক্তি বা পরিবারের জন্য উপযুক্ত থাকার ব্যবস্থা রাখতে হবে।
মঙ্গলবার মাস্কেল বলেন যে, তিনি হাউস অব কমন্সে একটি আবেদনপত্র দিয়েছেন এবং ব্রিটেনের অধিবাসীদের প্রতি আহ্বান জানিয়েছেন, তারা যেনো তাদের এমপিদের এতে স্বাক্ষর প্রদানের জন্য বলে। বুধবার সকাল পর্যন্ত লেবার পার্টি, সোশ্যাল ডেমোক্র্যাট এন্ড লেবার পার্টি, লিবারেল ডেমোক্র্যান্ট, গ্রীন পার্টি, স্কটিশ ন্যাশনাল পার্টি, প্লেইড সিমরু এবং অ্যালায়েন্স পার্টির ২৪ জন এমপি ছাড়াও ৪ জন স্বতন্ত্র এমপি আবেদনপত্রটিতে স্বাক্ষর প্রদান করেন। লক্ষনীয় যে, ২০২৩ সালের অক্টোবরে ফিলিস্তিনী প্রতিরোধ সংগঠন হামাসের হামলার পর থেকে ইসরাইল গাজায় অব্যাহতভাবে ধ্বংসাত্মক সামরিক অভিযান চালিয়ে আসছে।
জাতিসংঘের একটি দ্রুত যুদ্ধ বন্ধের প্রস্তাব সত্বেও ইসরাইল গনহত্যামূলক সামরিক অভিযান অব্যাহত রেখেছে। এতে এ পর্যন্ত গাজার ৪৩ হাজার ৭শ’ লোক নিহত হয়েছেন, যাদের অধিকাংশই নারী ও শিশু। এছাড়া ইসরাইলী বর্বর হামলায় ১ লাখ ৩ হাজার লোক আহত হয়েছেন। ফিলিস্তিনী স্বাস্থ্য কতৃর্পক্ষ এমন তথ্য প্রকাশ করেছে। এছাড়া ইসরাইল ইন্টারন্যাশনাল কোর্ট অব জাস্টিস এ তাদের ভয়াবহ যুদ্ধের জন্য একটি গনহত্যার মামলার সম্মুখীন।