ইসরাইলে অস্ত্র নিষেধাজ্ঞা আরোপে মুসলিম বিশ্বের প্রতি তুরস্কের আহ্বান

তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান ইসরাইলের ওপর একটি অস্ত্র নিষেধাজ্ঞা আরোপে চাপ সৃষ্টির জন্য মুসলিম বিশ্বের প্রতি আহ্বান জানিয়েছেন। গত রোববার সৌদী আরবের রাজধানী রিয়াদে অনুষ্ঠিত ওআইসি এবং আরব লীগের পররাষ্ট্রমন্ত্রীদের একটি বিশেষ সম্মেলনে তিনি এ আহ্বান জানান।
ফিদান আরো বলেন, তুরস্ক এ ব্যাপারে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্যসহ ৫২ টি দেশের সমর্থন পেয়েছে। সকল দেশের উচিত এ বিষয়ে যতোটুকু সম্ভব কাজ করা এবং অধিকতর দায়িত্ব নেয়া। ফিদান বলেন, আমাদের ঐক্য প্রদর্শনের এটাই সময়।
বলা বাহুল্য, গাজা ও অন্যান্য স্থানে ফিলিস্তিনীদের ওপর ইসরাইলের নির্মম গনহত্যার একটি প্রধান বিরোধী দেশ হচ্ছে তুরস্ক। আংকারা মনে করে, নেতানিয়াহু প্রশাসনের প্রতি পশ্চিমা দেশগুলোর নি:শর্ত সমর্থনের ফলেই তার পক্ষে যুদ্ধাপরাধ সংঘটন করা সম্ভব হচ্ছে।
রিয়াদের এই সম্মেলনে হাকান ফিদান উল্লেখ করেন, গাজায় ইসরাইলের গনহত্যা বন্ধ হওয়া উচিত এবং ঐক্য ও সহযোগিতার মধ্যে কাজের দ্বারাই এটা সম্ভব। তিনি আল-আকসা মসজিদের প্রতি সৃষ্ট হুমকির বিষয়টি উল্লেখ করে জনৈক ইসরাইলী উগ্র ডানপন্থী নেতার কথা তুলে ধরেন, যারা পবিত্র স্থানটির ঐতিহাসিক স্থিতাবস্থা পরিবর্তনের হুমকি দিয়েছে। তিনি আরো বলেন, ফিলিস্তিন ইস্যু সকল মুসলমানের একটি ইস্যু এবং এজন্য কার্যক্রমসহ একই ‘ভয়েস’ বা আওয়াজ প্রয়োজন।
তিনি বলেন, সমস্যাটির ক্ষেত্রে দৃঢ়চিত্ততা কিংবা নৈতিক ভিত্তি থাকলেও জোরালো পদক্ষেপের ঘাটতি বিদ্যমান। রক্তপাত বন্ধ এবং আসন্ন আঞ্চলিক যুদ্ধ প্রতিরোধে সুনির্দিষ্ট পদক্ষেপসমূহ গ্রহন করা উচিত। তুরস্কের এই শীর্ষ কূটনীতিক আরো বলেন, অনেকগুলো দেশ যুদ্ধ চালিয়ে যাবার জন্য ইসরাইলকে অব্যাহতভাবে অস্ত্র ও গোলাবারুদ সরবরাহ করছে।
তিনি বলেন, প্রধম পদক্ষেপ হিসেবে আমরা ইসরাইলের ওপর একটি অস্ত্র নিষেধাজ্ঞার জন্য চাপ সৃষ্টি করতে পারি। এক্ষেত্রে তিনি তুরস্কের জাতিসংঘ বিষয়ক পদক্ষেপের কথা উল্লেখ করেন। অন্যান্য পদক্ষেপ হচ্ছে ইসরাইলের সাথে বানিজ্য বন্ধ ও গনহত্যার বিরুদ্ধে আন্তর্জাতিক আদালতের মামলায় অংশগ্রহন।

আরও পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও দেখুন...
Close
Back to top button