তুরস্ক ১০ মাসে ৩০.৫ বিলিয়ন ডলারের গাড়ি রপ্তানী করেছে
তুরস্কের গাড়ি শিল্প গত ১০ মাসে রেকর্ড পরিমান ৩০.৫ বিলিয়ন ডলারের পন্য রপ্তানী করেছে। এটা এর আগের বছরের একই সময়ের তুলনায় ৬.৫ শতাংশ বেশী। গত সোমবার তুরস্কের বৈদেশিক বানিজ্য ডাটার উদ্ধৃতি দিয়ে এ তথ্য প্রকাশ করা হয়েছে।
সাম্প্রতিক সময়ে তুরস্কে এই খাতে রপ্তানীর পরিমান বৃদ্ধি পেয়েছে। ইউরোপীয় মার্কেট ও জনবল সম্ভাবনার প্রেক্ষাপটে দেশটি বৈশ্বিক গাড়ি শিল্পের কেন্দ্রস্থল হয়ে ওঠেছে। টার্কিশ এক্সপোর্টার্স এসেমব্লি’র এক পরিসংখ্যানে দেখা গেছে, শুধুমাত্র গত মাসেই প্রায় ৩.৬ বিলিয়ন ডলারের গাড়ি রপ্তানী করেছে তুরস্ক। বার্ষিক বিচারে এই খাত ১৬.৪ শতাংশ হারে বৃদ্ধি পাচ্ছে। গত মঙ্গলবার উলুদাগ অটোমোটিভ ইন্ডাষ্ট্রি এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন (ওআইরি) বলেছে, আমাদের সর্বোচ্চ মাসিক রপ্তানী ৩.৬ বিলিয়ন ডলারে উন্নীত হয়েছে। প্যাসেঞ্জার কারের ক্ষেত্রে ৩১ শতাংশ ও সাপ্লাই ইন্ডাষ্ট্রিতে ১৭ শতাংশ প্রবৃদ্ধি হয়েছে।
গত মাসে ফ্রান্সে সবচেয়ে বেশী গাড়ি রপ্তানী হয়েছে। জার্মানী ও যুক্তরাজ্যের চেয়ে ২৭ শতাংশ বেশী রপ্তানী হয়েছে দেশটিতে। পরিসংখ্যান অনুসারে, গত জানুয়ারী থেকে অক্টোবর পর্যন্ত তুরস্কের সামগ্রিক রপ্তানী ৩.২ শতাংশ বৃদ্ধি পেয়েছে এর আগের বছরের একই সময়ের তুলনায়। এর মোট পরিমান ২১৬.৪ বিলিয়ন ডলার।
বানিজ্যমন্ত্রী ওমর বোলাত বলেছেন, বার্ষিক বিচারে গত অক্টোবরে রপ্তানী বাড়ে ৩.৬ শতাংশ, যা মোট ২৩.৬ বিলিয়ন ডলার। একই সময়ে গাড়ি শিল্পে জানুয়ারী-অক্টোবরে রপ্তানী হয় ৩০.৫১ বিলিয়ন ডলারের পন্য। জানুয়ারী-অক্টোবরের গাড়ি শিল্পের রপ্তানী ছিলো মোট রপ্তানীর ১৪.১ শতাংশ। তুরস্কেও উত্তর-পশ্চিমাঞ্চলীয় প্রদেশ কোচেইলি গত ১০ মাসে ৭.৮ বিলিয়ন ডলারের গাড়িপন্য রপ্তানী করে শীর্ষে রয়েছে।