ইইউ’র সাথে যুক্তরাজ্যের সম্পর্ক পুন:স্থাপনে মধ্যস্থতাকারী নিয়োগ করছেন স্টারমার
যুক্তরাজ্য সরকার ইউরোপের সাথে সম্পর্ক পুনঃস্থাপন বা পুনর্গঠনে সহায়তার জন্য একজন নতুন মধ্যস্থতা কারী নিয়োগের সিদ্ধান্ত নিয়েছে। মধ্যস্থতাকারী ইউরোপীয় ইউনিয়নের সাথে যুক্তরাজ্য সরকারের সম্পর্ককে দেশটির প্রধান প্রধান স্বার্থ আদায়ের দিকে পরিচালিত করবেন। এক্ষেত্রে বাণিজ্য, নিরাপত্তা ও সীমান্ত নীতি অগ্রাধিকার পাবে। প্রধানমন্ত্রী কেইর স্টারমার যুক্তরাজ্য ও ইউরোপীয় ইউনিয়নের মধ্যে সম্পর্ক পুন:স্থাপনে প্রতিশ্রুতিবদ্ধ।
ইতোপূর্বে তিনি বলেছিলেন যে, তিনি ২০২০ সালে বরিস জনসনের করা বাণিজ্য চুক্তির চেয়ে ভালো একটি চুক্তি করার চেষ্টা করবেন। যাই হোক প্রধানমন্ত্রী বলেন যে, পুনঃস্থাপনের অর্থ এই নয় যে ব্রেক্সিট এর বিপরীত কিছু করা।
নতুন মধ্যস্থতা কারীর জন্য দেয়া বিজ্ঞাপনে বলা হয়েছে, তিনি হবেন একজন সিনিয়র উচ্চ পদমর্যাদার ব্যক্তি, যিনি তার কাজে তাৎপর্যপূর্ণ গণযাচাই ও রাজনৈতিক মনোযোগ আকর্ষণ করবেন। কেবিনেট অফিসের অনলাইনে এটা প্রকাশ করা হয়েছে।মধ্যস্থতাকারী ব্যক্তিকে উইন্ডসর ফ্রেমওয়ার্কসহ বাণিজ্যিক উন্নয়নের বিষয়ে দেখাশুনা ও নীতিমালা নির্ধারণে কাজ করতে হবে।
এছাড়া তাকে বাণিজ্য ও সহযোগিতা চুক্তি, এন্ট্রি এন্ড এক্সিট স্কিম এবং অন্যান্য বর্ডার নীতিমালা নিয়ে কাজ করতে হবে। এক্ষেত্রে একটি নতুন ডিজিটাল বর্ডার স্কিমের বিষয় উল্লেখযোগ্য। তার বেতন হবে ১ লাখ ৫৩ হাজার পাউন্ড থেকে ২ লাখ পাউন্ড।
ক্যাবিনেট অফিসের মুখপাত্র বলেন, যেহেতু আমরা ইউরোপের সাথে সম্পর্ক পুনঃস্থাপন করতে যাচ্ছি তাই এর সাথে ঘনিষ্ঠ বাণিজ্য ও নিরাপত্তা সম্পর্ক স্থাপন এবং বিশ্বের বিভিন্ন দেশ থেকে বিনিয়োগ আকর্ষণকে উৎসাহিত করা আবশ্যক। নতুন নিযুক্ত মধ্যস্থতাকারী এসব বিষয় দেখাশোনা করবেন। ইউরোপীয় ইউনিয়ন সম্পর্কে মন্ত্রীকে তার প্রতিবেদন প্রদানের পর তা আনুষ্ঠানিকভাবে আলোচনা করা হবে যাতে অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জিত হয়। ব্রিটিশ প্রধানমন্ত্রী কেইর স্টারমার বলেন যে, তিনি ইউরোপীয় ইউনিয়নের সাথে সম্পর্ক শক্তিশালী করতে চান। ইতোপূর্বে ইউরোপীয় ইউনিয়নের প্রেসিডেন্ট ব্রাসেলসে তাকে উষ্ণভাবে স্বাগত জানান।