অদালতে হাজিরা দিলেন মির্জা আলমগীর ও আব্বাস
রাজধানীর পল্টন ও শাহজাহানপুর থানায় দ্রুত বিচার আইনে দায়ের করা ৩টি মামলায় আদালতে হাজিরা দিলেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। বুধবার সকালে এ মামলা দুটির চার্জ শুনানির জন্য দিন ধার্য ছিল। কিন্তু মামলার অন্য আসামিরা আদালতে হাজির না থাকায় চার্জ শুনানি হয়নি।
আদালতের বিচারক মোহাম্মদ তারেক মঈনুল ইসলাম ভূঁইয়া আগামী ২৫ নভেম্বর শুনানির তারিখ পুনঃনির্ধারণ করেন।
মামলার অপর আসামিরা হলেন- ব্যারিস্টার মওদুদ আহমদ, আব্দুল্লাহ আল নোমান, বরকত উল্লাহ বুলু, আমান উল্লাহ আমান, শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী, সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল। তারা আদালতে হাজির না হয়ে সময়ের আবেদন করেন।
উল্লেখ্য, রাজপথে নাশকতা, যানবাহন ভাংচুর ও প্রতিবন্ধকতা সৃষ্টির অভিযোগে মামলা ৩টি দায়ের করা হয়।