যুদ্ধ বন্ধে ব্যর্থতার জন্য ইসরাইলের মিত্রদের সমালোচনা জিসিসি প্রধানের

গালফ্ কোঅপারেশন কাউন্সিল (জিসিসি) ফিলিস্তিনী জনগনের বিরুদ্ধে ইসরাইলী আগ্রাসন বন্ধে ইসরাইলের মিত্র দেশসমূহের ভূমিকার কঠোর সমালোচনা করেছে। এক্ষেত্রে এসব দেশ তাদের সরকারকে বুঝাতে ব্যর্থ হওয়ায় সংস্থাটি তাদের কড়া সমালোচনা করে। জিসিসি’র মহাসচিব জসিম মোহাম্মদ আল-বুদায়ী আহ্বান জানিয়ে বলেন, গাজায় ইসরাইলের বর্বর আগ্রাসন অবশ্যই বন্ধ হতে হবে।
গত রোববার কুয়েতে অনুষ্ঠিত ৪৫ তম জিসিসি সম্মেলনের একদিন আগে সাংবাদিকদের উদ্দেশ্যে বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন, গালফ্ ব্লক গাজায় যুদ্ধ বন্ধে সম্ভব সব ধরনের প্রচেষ্টা অব্যাহত রাখবে।
তিনি আরো বলেন, ফিলিস্তিনীদের বিরুদ্ধে তাদের বর্বর কর্মকান্ডের পূর্ন দায়ভার গ্রহন করতে হবে দখলদার ইসরাইলকে। আল-বুদায়ী যুদ্ধবন্ধে যথেষ্ট চেষ্টা না করার জন্য বড়ো বড়ো শক্তিগুলোর কঠোর সমালোচনা করেন। তিনি বলেন, এমনকি ইসরাইলের ঘনিষ্টতম মিত্ররাও তার সরকারকে যুদ্ধ বন্ধে প্রভাবিত করতে ব্যর্থ হয়। সাবেক কুয়েতী কূটনীতিবিদ আল বুদায়ী বৈশ্বিক শান্তি ও নিরাপত্তার উন্নয়নে সমন্বিত বৈদেশিক নীতি গ্রহনে জিসিসি’র বিশেষ অবস্থানের প্রশংসা করেন।
তিনি বলেন যে, আন্তর্জাতিক সম্প্রদায় জিসিসি’র সদস্য দেশগুলোকে একটি বিশ্বস্ত ও নির্ভরযোগ্য স্ট্র্যাটেজিক পার্টনার হিসেবে বিবেচনা করে কোন রাখ ঢাক ছাড়াই। সৌদী আরব, কুয়েত, সংযুক্ত আরব আমিরাত, কাতার, বাহরাইন ও ওমানসহ বিভিন্ন উপসাগরীয় আরব দেশ নিয়ে গঠিত জিসিসি বিশ্বাস করে যে, উপসাগরীয় অঞ্চলের স্থিতিশীলতার জন্য ফিলিস্তিনী সমস্যার একট ন্যায়সংগত সমাধান আবশ্যক। ১৯৮১ সালে দুবাইয়ে অনুষ্ঠিত সম্মেলনের ইশতেহারে গালফ্ গ্রুপের নেতৃবৃন্দ উল্লেখ করেন যে, উপসাগরীয় অঞ্চলের স্থিতিশীলতা ও মধ্যপ্রাচ্য জিসিসিভুক্ত সদস্য দেশগুলোর প্রধান বিবেচ্য বিষয়।

আরও পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও দেখুন...
Close
Back to top button