ধর্ম বিষয়ক উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন কে হিথ্রো বিমানবন্দরে অভ্যর্থনা
বাংলাদেশ সরকারের ধর্ম বিষয়ক উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন আজ ৬ ডিসেম্বর সংক্ষিপ্ত সফরে যুক্তরাজ্যের লন্ডনের হিথ্রো বিমানবন্দরে পৌঁছান। এ সময় বাংলাদেশ হাই কমিশনের ভারপ্রাপ্ত হাই কমিশনারসহ যুক্তরাজ্যের শীর্ষস্থানীয় উলামায়ে কেরাম এবং কমিউনিটি নেতৃবৃন্দ তাকে ফুল দিয়ে বরণ করেন।
উপস্থিত বিশিষ্টজনদের মধ্যে ছিলেন শায়খ আব্দুর রহমান মাদানী, ড. মাওলানা শুয়াইব আহমদ, শায়খ মাহমুদুল হাসান, মাওলানা গোলাম কিবরিয়া, মাওলানা সাদিকুর রহমান, শায়খ ইমদাদুর রহমান আল মাদানী, মাওলানা শাহ মিজানুল হক, মাওলানা সৈয়দ তামিম আহমদ, হাফিজ হোসাইন আহমদ বিশ্বনাথী, মাওলানা আশফাকুর রহমান, মাওলানা সৈয়দ নাঈম আহমদ, মাওলানা তায়িদুল ইসলাম, মাওলানা আনিসুর রহমান, মাওলানা দিলোয়ার হোসাইন এবং সামসুল আলম। এছাড়াও টিভি ওয়ানের ডিরেক্টর রিজওয়ান হুসাইন উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, ড. আ ফ ম খালিদ হোসেন আগামী ১০ ডিসেম্বর বার্মিংহামে এবং ১২ ডিসেম্বর লন্ডন মুসলিম সেন্টারে অনুষ্ঠিতব্য সিরাতুন্নবী (সা.) সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য প্রদান করবেন। লন্ডনের সম্মেলনটি টিভি ওয়ান এবং ইউকে উলামায়ে কেরামের উদ্যোগে আয়োজিত হবে।