সৌদী আরব ও আমিরাত সফরে স্টার্মার

উপসাগরীয় দেশগুলোর সাথে যুক্তরাজ্যের বানিজ্যিক সম্পর্ক জোরদারের চেষ্টা

ব্রিটিশ প্রধানমন্ত্রী কেইর স্টার্মার ক্ষমতাসীন হওয়ার পর এই প্রথম বারের মতো সৌদী আরব ও সংযুক্ত আরব আমিরাত সফরে যাচ্ছেন। এসময় তিনি দেশ দু’টির সাথে যুক্তরাজ্যের বানিজ্যিক সম্পর্ক জোরদারের চেষ্টা করবেন। ব্রিটিশ প্রধানমন্ত্রী আমিরাতের প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ান এবং সৌদী যুবরাজ মোহাম্মদ বিন সালমানের সাথে সাক্ষাৎ করবেন।
স্টার্মার বলেছেন যে, তার সফর উচ্চমানের বিকাশের পথে পার্টনারদের একটি নেটওয়ার্ক গঠনে যুক্তরাজ্যকে সহায়তা করবে। তিনি বলেন, দেশে দীর্ঘমেয়াদী প্রবৃদ্ধির জন্য আমাদেরকে বিদেশে পার্টনারশীপ অর্থ্যাৎ অংশিদারীত্ব জোরদার করতে হবে। এজন্য আমি এ সপ্তাহে উপসাগরীয় দেশগুলো সফর করছি। আমি অংশীদারদের নেটওয়ার্ক গঠন, সুযোগ সুবিধা বৃদ্ধি এবং দেশের জনগনকে এসব প্রদানের ওপর জোর দিচ্ছি।
লক্ষনীয় যে, সংযুক্ত আরব আমিরাত ও সৌদী আরব উভয় দেশই যুক্তরাজ্যে প্রধান বিনিয়োগকারী। আমিরাতের সাথে ব্রিটেনের বানিজ্যিক পরিমান ২৩ বিলিয়ন পাউন্ড এবং সৌদী আরবের সাথে ১৭ বিলিয়ন পাউন্ড। এছাড়া সৌদী আরব যুক্তরাজ্যের সর্ববৃহৎ প্রতিরক্ষা সরঞ্জামের ক্রেতা দেশ।
ব্রিটিশ ইন্ডাষ্ট্রি থেকে বার্ষিক ৩.৮ বিলিয়ন পাউন্ডের প্রতিরক্ষা সরঞ্জাম কিনে থাকে দেশটি। স্টার্মার আরো বলেন, এ অঞ্চলে বিপুল অব্যবহৃত সম্ভাবনা রয়েছে, এজন্য, যখন এখানে আছি, আমি জিসিসি’র সাথে ফ্রি ট্রেডের উন্নয়ন ত্বরান্বিতকরণ, আমাদের গবেষনা ও উন্নয়নের গভীরতা বৃদ্ধি এবং ভবিষ্যতের প্রকল্পসমূহে অংশীদার সৃষ্টির জন্য কাজ করে যাবো, তা কৃত্রিম বুদ্ধিমত্তা, প্রতিরক্ষা কিংবা নিরাপত্তা কর্মসূচী, যে কোন ক্ষেত্রেই হোক।
আর এসব কাজের মাধ্যমে কঠোর পরিশ্রমী ব্রিটিশ জনগন আগামী প্রজন্মব্যাপী এর সুফল লাভ করবেন। এরপর তিনি গ্রীক সাইপ্রিয়ট থেকে আগত কর্মকর্তাদের সাথে সাক্ষাৎ করবেন। স্টার্মারের এই দ্বিপাক্ষিক সফর কোন ব্রিটিশ প্রধানমন্ত্রীর ক্ষেত্রে গত অর্ধ শতাব্দিরও বেশী সময়ের মধ্যে এই প্রথম।

আরও পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও দেখুন...
Close
Back to top button