তুরস্কে ৩০০ গণকবরের সন্ধান

Turkyতুরস্কের পূর্বাঞ্চলে অন্তত ৩০০ গণকবরের সন্ধান পাওয়া গেছে। তুর্কি সেনাবাহিনীর সঙ্গে লড়াইয়ে কুর্দিস্তান ওয়ার্কার্স পার্টি বা পিকেকে’র যেসব গেরিলা নিহত হয়েছে তাদের এসব গণকবরে চাপা দেয়া হয়েছে বলে মনে করা হচ্ছে।
এসব গেরিলা তুরস্কের সরকারি সেনাদের রাসায়নিক হামলার শিকার হয়ে থাকতে পারে বলে সন্দেহ প্রকাশ করেছেন তুরস্কের মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস অ্যাসোসিয়েশনের দিয়ারবাকি শাখার প্রধান রাচি বিলিচি।
ভয়েস অব রাশিয়াকে দেয়া সাক্ষাৎকারে তিনি এ সন্দেহ প্রকাশ করেন।
তিনি জানান, মানবাধিকার কর্মীরা এসব গণকবরে তদন্ত চালানোর জন্য আন্তর্জাতিক বিশেষজ্ঞ আনার বিষয়ে তুর্কি সরকারের ওপর চাপ সৃষ্টি করবেন।
কুর্দি অধ্যুষিত এলাকায় পাওয়া এসব কবরে হাজার হাজার গেরিলার লাশ চাপা দেয়া হয়েছে বলে জানা গেছে। বিলিচি জানান, যতই খোঁজা হচ্ছে, গণকবরের সংখ্যা ততই বাড়ছে। এ পর্যন্ত ২০টি কবর উন্মুক্ত করা হয়েছে বলে জানান এ মানবাধিকার নেতা। সেখানে এখন ফরেনসিক ও অপরাধ বিশেষজ্ঞদের যুক্ত করা হবে বলেও ঘোষণা দিয়েছেন রাচি বিলিচি।

আরও পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও দেখুন...
Close
Back to top button