দ্বিপাক্ষিক বাণিজ্য ৩০ বিলিয়ন পাউন্ডে উন্নীত করবে ব্রিটেন ও সৌদি আরব

যুক্তরাজ্য ও সৌদি আরব তাদের অর্থনৈতিক অংশীদারিত্বের উপর গুরুত্ব আরোপ করেছে এবং দ্বিপাক্ষিক বাণিজ্য ২০৩০ সাল নাগাদ ৩০ বিলিয়ন পাউন্ডে অর্থাৎ ৩৭.৫ বিলিয়ন ডলারে উন্নীত করার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছে। গত ৯ ডিসেম্বর ব্রিটিশ প্রধানমন্ত্রী কেইর স্টারমারের সৌদি আরব সফর শেষে একযুক্ত বিবৃতিতে এসব বিষয় উল্লেখ করা হয়।
উভয় দেশ ব্রিটেন ও জিসিসি মুক্ত বাণিজ্য চুক্তির ব্যাপারে তাৎপর্যপূর্ণ অগ্রগতিকে স্বাগত জানিয়েছে এবং যথাশীঘ্র চুক্তির চূড়ান্তকরণে আলোচনা অব্যাহত রাখার কথা উল্লেখ করেছে। উভয়পক্ষ তাদের পারস্পরিক বিনিয়োগের সম্পর্ক বৃদ্ধির প্রশংসা করেছে বিবৃতিতে। এক্ষেত্রে বলা হয়েছে যে, ২০২৪ সালে যুক্তরাজ্যে সৌদি আরবের বিনিয়োগ ছিল তাৎপর্যপূর্ণ যেগুলোর মধ্যে সেলফ্রিজ ও হিথ্রো
বিমানবন্দর এবং নিউ ক্যাসেল ইউনাইটেড ফুটবল ক্লাবে বিনিয়োগের বিষয়টি উল্লেখযোগ্য।
বিবৃতিতে নর্থইস্ট ইংল্যান্ড ও সৌদি আরবের মধ্যে ক্রমবর্ধমান সম্পর্কের বিষয়টিও উপস্থাপন করা হয়।
লক্ষনীয় যে, যুক্তরাজ্য সৌদি আরবে অন্যতম বৈদেশিক বিনিয়োগকারী। গত বছর সৌদি আরবের কিদ্দিয়াতে শরিয়াভিত্তিক ফাইন্যান্সিং ফেসিলিটিতে যুক্তরাজ্য ৭শ’ মিলিয়ন ডলার বিনিয়োগ করে। ইউকে এক্সপোর্ট ফাইন্যান্স সৌদি আরবে তাদের রপ্তানি ৬ বিলিয়ন ডলারে উন্নীত করার পরিকল্পনা ঘোষণা করেছে।
যুক্ত বিবৃতিতে জ্বালানি খাতে উভয় দেশের মধ্যে বিদ্যমান সহযোগিতা বিষয়ে আলোকপাত করা হয় এবং বিদ্যুৎ, নবায়নযোগ্য জ্বালানি, ক্লিন হাইড্রোজেন ও এর ব্যবহার বৃদ্ধিতে সহযোগিতার উপর গুরুত্ব আরোপ করা হয়। এগুলোর মধ্যে আরও অন্তর্ভুক্ত রয়েছে ক্লিন হাইড্রোজেন, ক্লিন হাইড্রোজেন মডেল সমূহের নীতিমালা, বিধিসমূহ ও মানের উন্নয়নের পাশাপাশি ক্লিন হাইড্রোজেন খাতে সফল বহুপাক্ষিক সহযোগিতার জন্য প্রধান সক্ষমকারক ক্যাপাসিটি বিল্ডিং।
উভয়পক্ষ বৈশ্বিক সরবরাহ ধারার নির্ভরতার উন্নয়ন বিষয়ে গুরুত্ব আরোপ করে বিশেষভাবে এক্ষেত্রে নবায়নযোগ্য জ্বালানি হাইড্রোজেন উৎপাদন, গ্রিন মিনারেল স্পেসিয়ালাইজড পেট্রোকেমিক্যাল ওয়েস্ট রিসাইক্লিং ও ইলেকট্রিক গাড়ির খাতে বিবিধ বৈশ্বিক সরবরাহ চেইন অর্জনে সৌদি আরবের ‘গ্লোবাল সাপ্লাই চেইন ইনিসিয়েটিভ’ উদ্বোধনের উপর আলোকপাত করা হয়। সর্বোপরি উভয় দেশ দীর্ঘমেয়াদী কৌশলগত অংশীদারিত্বের উন্নয়নের ব্যাপারে আশাবাদ ব্যক্ত করে উক্ত বিবৃতিতে।

আরও পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও দেখুন...
Close
Back to top button