ব্রিটেন-সৌদি আরব বাণিজ্য চুক্তিতে ৪ হাজার কর্মসংস্থান হবে
ব্রিটিশ প্রধানমন্ত্রী কেইর স্টারমার বলেছেন, সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতের সাথে বৃটেনের সাম্প্রতিক চুক্তি বৃটেনে ৪০০০ নতুন কর্মসংস্থানের সৃষ্টি করবে। এতে দেশটির জনগণের জীবনযাত্রার মান বৃদ্ধি পাবে। সম্প্রতি সৌদি আরবের রাজধানী রিয়াদ সফরকালে ব্রিটিশ প্রধানমন্ত্রী একথাগুলো বলেন।
স্টারমার আরো বলেন, সংযুক্ত আরব আমিরাত ও সৌদি আরব আমাদের মুখ্য অংশীদার। তাই আমাদের দেশে আরও বিনিয়োগের এখনই হচ্ছে উপযুক্ত সময়, আমি এমনটি দেখতে চাই। উদাহরণস্বরূপ- গত কয়েক সপ্তাহের সম্পাদিত চুক্তির ফলশ্রুতিতে ৪০০০ কর্মসংস্থান হবে এবং জীবনযাত্রার মান উন্নয়নের মধ্যে জনগণ ভালো অনুভব করবে। আমরা এগুলো নিয়ে অগ্রসর হওয়ার পরিকল্পনা হাতে নিয়েছি। এর পাশাপাশি গোটা বিশ্বে আমরা বিনিয়োগ করব।
সফরকালে ব্যবসা সংক্রান্ত একটি উচ্চপর্যায়ে বৈঠক অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন সৌদি আরবের বিনিয়োগ বিষয়ক মন্ত্রী খালিদ আল ফালিহ, বাণিজ্যমন্ত্রী মাজীদ আল কাসাবি, যুক্তরাজ্য সৌদি রাষ্ট্রদূত প্রিন্স খালিদ বিন সুলতান এবং যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী।
লক্ষনীয় যে, সাম্প্রতিক বছরগুলোতে যুক্তরাজ্য ও সৌদি আরবের মধ্যে বাণিজ্য ক্ষেত্রে ব্যাপক অগ্রগতি হয়েছে। বর্তমানে দুই দেশের মধ্যে বার্ষিক দ্বিপাক্ষিক বাণিজ্যের পরিমাণ ১৪ বিলিয়ন পাউন্ড। যুক্তরাজ্য সৌদি আরবের প্রধানত মেশিনারি গাড়ি ও ওষুধপত্র রপ্তানি করে। অপরদিকে সৌদি আরব যুক্ত রাজ্যের রপ্তানি করে অপরিশোধিত তেল ও পেট্রোকেমিক্যালজাত সামগ্রী।
এছাড়া সৌদি আরবের তেল নয় এমন খাতসমুহে যুক্তরাজ্য বিনিয়োগ করেছে। সাম্প্রতিক আলোচনায় উভয় দেশ বাণিজ্য সম্পর্কে বৈচিত্র্যকরণের উপর বিশেষ জোর দিয়েছে।
গ্রীন এনার্জি ডিজিটাল ট্রান্সফরমেশন ও স্বাস্থ্যসেবা উদ্ভাবন খাতের মত খাতগুলোতে দ্বিপাক্ষিক অর্থনৈতিক সম্পৃক্ততার পরবর্তী ধাপ হিসেবে গুরুত্বপূর্ণ বলে প্রতীয়মান হবে। আইসিটি খাতে সৌদি আরবের বিনিয়োগ ৩৭.৫ বিলিয়ন ডলারে পৌঁছেছে।
জেনটেক ইউকে’র সিইও সারাহ ওয়াকার বলেন, আইসিটি খাতে সৌদি আরবের বিনিয়োগ উচ্চাশার স্পষ্ট সিগন্যাল।