ব্রিটিশ জিবি নিউজ চ্যানেলে ইসলাম ও মুসলিম বিরোধী প্রচারণা
সেন্টার ফর মিডিয়া মনিটরিং-এর এক প্রতিবেদন অনুসারে, ব্রিটিশ মিডিয়া জিবি নিউজ সংবাদ প্রচারের ক্ষেত্রে ইসলাম ও মুসলিম বিরোধী পক্ষপাত মূলক আচরণ করছে। গত দুই বছরে চ্যানেলটিতে প্রচারিত মুসলিম সংক্রান্ত নিউজ এর অর্ধেকই নেতিবাচক অর্থাৎ মুসলিম বিরোধী।
এ সংক্রান্ত গবেষকদের অভিযোগ, ইসলাম নিয়ে প্রচারিত জিবি নিউজের স্টোরিগুলো বিস্ময়কর রকম নেতিবাচক এবং চ্যানেলটিতে যুক্তরাজ্য মুসলিম কমিউনিটিসমূহের বৈচিত্র্যপূর্ণ প্রকৃতি অনুধাবনে ব্যর্থ হয়েছে।
তারা বলেন, এ ধরনের কাভারেজ সম্প্রদায়গত উত্তেজনায় ইন্ধন যোগাতে পারে এবং জনগণের মাঝে অস্থিরতা সৃষ্টি করতে পারে।
সৈয়দা ওয়ারসি এই গবেষণালব্ধ ফলাফলকে দুঃখজনক বলে মন্তব্য করেন। আইটিএন-এর সাবেক নির্বাহী ও অফকম রেগুলেটর স্টুয়ার্ট পারভিস বলেন, প্রাপ্ত তথ্য সম্প্রচার রেগুলেটরিটির ব্যাপারে গুরুত্বপূর্ণ প্রশ্নের জন্ম দিয়েছে। দুই বছরের বিশ্লেষণে দেখা যায় যে, জিবি নিউজ তাদের বিভিন্ন সম্প্রচারে মুসলিম কিংবা ইসলাম সম্পর্কে ১৭ হাজার বার উল্লেখ করেছে। ইউকে নিউজ চ্যানেলে এর অর্ধেকই এসেছে। অপরদিকে বিবিসি নিউজ ও স্কাই নিউজে এটা যথাক্রমে ৩২ শতাংশ ২১ শতাংশ।
প্রতিবেদনে দেখা গেছে, জিবি নিউজ তার প্রতিদ্বন্দ্বী চ্যানেলগুলোর তুলনায় দেশের অভ্যন্তরীণ কাহিনীগুলোর উপর বেশী আলোকপাত করেছে বিশেষভাবে যেগুলো ব্রিটেন কিংবা ব্রিটিশ জীবন যাপন ব্যবস্থাকে হেয় প্রতিপন্ন করার চক্রান্তের অংশ।
এভাবে যুক্তরাজ্য মুসলিমদের একটি ট্রোজান হর্স আকারে চিত্রিত করার প্রয়াস চালিয়েছে চ্যানেলটি। প্রাপ্ত তথ্য অনুসারে, জিবি নিউজে ইসলামোফোবিয়ার উল্লেখ করা হয়েছে ১১৮০ বার। এটা বিবিসি নিউজ ও স্কাই নিউজের তুলনায় শতকরা ষাট শতাংশ। গবেষকদের মতে, তাদের সম্প্রচারিত ইসলামোফোবিয়া সংক্রান্ত বক্তব্য অত্যন্ত বিতর্কিত।