বিরোধী দলের ওয়াক আউট
সংসদের অধিবেশন থেকে ওয়াক আউট করেছে বিএনপিসহ বিরোধী দল। মাগরিবের নামাজের বিরতির পর বিরোধী দলীয় সদস্যরা অধিবেশনে যোগ দেন এবং সাবেক স্পিকার ব্যারিস্টার জমিরউদ্দিন সরকার নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকার বিষয়ে খালেদা জিয়ার প্রস্তাব সংসদে পেশ করেন। কিন্তু এ বিষয়ে আওয়ামী লীগের সিনিয়র সংসদ সদস্য তোফায়েল আহমেদ পয়েন্ট অব অর্ডারে এই প্রস্তাব না দিয়ে কার্যপ্রণালিবিধি মেনে আনুষ্ঠানিকভাবে প্রস্তাব দেয়ার আহ্বান জানান। পরে বিএনপির সিনিয়র সংসদ সদস্য এম কে আনোয়ার বলেন, অন্তর্বর্তী সরকারের প্রধান কে হবেন, এটিই এখন মূল বিবেচ্য। দেশে এই ইস্যুতে সাংবিধানিক সংকট তৈরি হয়েছে বলেও তিনি মন্তব্য করেন। এমনকি অন্তর্বর্তী সরকারের প্রধানের বিষয়ে ঐকমত্য হলে অন্য উপদেষ্টা কারা হবেন, তা নিয়ে কোনো জটিলতা হবে না বলে তিনি উল্লেখ করেন। এ বিষয়ে আওয়ামী লীগের আরেক সিনিয়র সংসদ সদস্য শেখ ফজলুল করিম সেলিম বক্তব্য দেন এবং জিয়াউর রহমানের ক্ষমতা দখলকে আদালত অবৈধ বলে রায় দিয়েছেন- এমন বক্তব্য দিলে বিরোধী দলের সদস্যরা এর প্রতিবাদ জানান। এরপরই তারা ওয়াকআউট করে বেরিয়ে যান বিরোধী দলীয় সদস্যরা।