ইয়েমেনকে ৫শ’ মিলিয়ন ডলারের সৌদী সহায়তা

সম্প্রতি সৌদী আরব ইয়েমেনকে ৫শ’ মিলিয়ন ডলারের একটি নতুন অর্থনৈতিক সহায়তা প্রদানের কথা ঘোষনা করেছে। বাজেট সহায়তা ইয়েমেনের কেন্দ্রীয় ব্যাংককে স্থিতিশীলকরণ এবং ইয়েমেনী জনগনের উন্নয়ন ও আর্থিক স্থিতির লক্ষ্যে এই সহায়তা দিচ্ছে সৌদী আরব।
জানা গেছে, সর্বর্শেষ এই সহায়তার মধ্যে অন্তর্ভূক্ত রয়েছে অর্থনৈতিক অবস্থার উন্নয়নে সেন্ট্রাল ব্যাংক অব ইয়েমেন- এ ৩শ’ মিলিয়ন ডলার গচ্ছিত রাখা, এর সাথে ইয়েমেনের বাজেট ঘাটতি মোকাবেলায় ২শ’ মিলিয়ন ডলার প্রদান।
ইয়েমেনের জন্য সৌদী উন্নয়ন ও পুনর্গঠন কর্মসূচীর অধীনে সৌদী আরবের ১.২ বিলিয়ন ডলার সহায়তার অংশ এটি। এই কর্মসূচী খাদ্য নিরাপত্তা বৃদ্ধি, মজুরী ও ব্যয় পরিচালনের সহায়তা এবং ইয়েমেনী সরকারকে তার অর্থনৈতিক সংস্কার কর্মসূচী বাস্তবায়নে সহায়তা করবে। এই নতুন আর্থিক সহায়তা পাবলিক ফাইন্যান্সকে শক্তিশালীকরণের মাধ্যমে ইয়েমেনের আর্থিক ও অর্থনৈতিক ও মনিটারি স্থিতিশীলতা প্রতিষ্ঠা এবং সরকারের প্রাতিষ্ঠানিক সক্ষমতা সৃষ্টি, সুশাসন ও স্বচ্ছতা বৃদ্ধি করবে।
এছাড়া এই সহায়তা বেসরকারী খাতকে টেকসই অর্থনৈতিক প্রবৃদ্ধি, কর্মসংস্থানের সুযোগ বৃদ্ধি এবং ইয়েমেনকে অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নের জন্য অধিকতর টেকসই পথে উপস্থাপন করবে।
সৌদী আরবের পূর্বতন অর্থনৈতিক সহায়তার মধ্যে ছিলো সেন্ট্রাল ব্যাংক অব ইয়েমেনে অর্থ জমা রাখা, যা বৈদেশিক মুদ্রার রিজার্ভ বৃদ্ধি, স্থানীয় মুদ্রাকে স্থিতিশীলকরণ, বিনিময় হার হ্রাস এবং জিডিপি’র প্রবৃদ্ধিকে ত্বরান্বিত করে। এই সহায়তা জ্বালানী ও ডিজেলের ব্যয় কমানো, আমদানীকৃত গম, চাল, দুধ, ভোজ্য তেল এবং চিনিসহ বিভিন্ন খাদ্যসামগ্রীর মূল্যহ্রাস ঘটাবে। এছাড়া সৌদী মঞ্জুরী ব্যয় ব্যবস্থাপনা, বেতন পরিশোধ, বৈদেশিক মুদ্রা বৃদ্ধির মাধ্যমে অর্থনৈতিক সংকট মোকাবেলা এবং ইয়েমেনের আর্থিক প্রতিষ্ঠানসমূহে আস্থা পুনরুদ্ধঅরে সহায়তা করে।
সর্বোপরি, পেট্রোলিয়ামের সৌদী মঞ্জুরী ইয়েমেনের ৮০ টি বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র চালু রাখতে গুরুত্বপূর্ন ভূমিকা রয়েছে।

আরও পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও দেখুন...
Close
Back to top button