সিলেট সিটি’র ৭নং ওয়ার্ডে নাগরিক ফোরাম’র আত্মপ্রকাশ
সিলেট সিটি কর্পোরেশনের ৭নং ওয়ার্ডের বাসিন্দাদের স্বার্থ সুরক্ষায় ‘নাগরিক ফোরাম’র যাত্রা শুরু হয়েছে। এ উপলক্ষ্যে গত ২৭ ডিসেম্বর শুক্রবার সিলেট সিটি কর্পোরেশনের ৭নং ওয়ার্ডের পশ্চিম পীর মহল্লা বাজার সংলগ্ন এলাকায় এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ইউকে প্রবাসী আবদুল্লাহ আল সোবায়ল, মহি আল দ্বীন, সৈয়দ হাসান আব্দুল্লাহ তারেক, আবদুল্লাহ আল জোবায়ের ও জুনাইদ আহমদ উদ্যোগে আয়োজিত এ সভায় ওয়ার্ডের বিশিষ্ট্য ব্যক্তিবর্গ , ব্যবসায়ী, সাংবাদিক, পেশাজীবী, রাজনীতিবিদ এবং সাধারণ জনতার স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে অনুষ্ঠানটি এক মিলনমেলায় পরিণত হয়।
মাওলানা মাহমুদুর রহমান-এর সভাপতিত্বে ও কাজী মিজান’র পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি’র বক্তব্য রাখেন নাগরিক ফোরাম’র প্রধান উপদেষ্টা শহীদ আহমেদ চৌধুরী সাজু।বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সমাজসেবী ছয়ফুল করিম চৌধুরী হায়াত, দেলোয়ার হোসেন, সৈয়দ জাকির, এডভোকেট নুরুল ইসলাম, মাস্টার আবুল কালাম, আনোয়ার হোসেন পাঠান, সাঈদ আব্দুল্লাহ, সৈয়দ রিপন, শফিকুল আলম মফিক, আবু জাফের রাসেল, আব্দুল ওয়াহিদ এবং বৈসম্য ছাত্র আন্দোলনের সিলেট জেলা মুখ্য সংগঠক নাইম সেহজাদ।
অনুষ্ঠানে বক্তারা এলাকার উন্নয়ন এবং সামাজিক সম্প্রীতি বজায় রাখতে নাগরিক ফোরাম ৭নং ওয়ার্ড স্থানীয় বাসিন্দাদের জন্য একটি ঐক্যের প্রতীক হিসেবে গড়ে তোলার অঙ্গীকার ব্যক্ত করেন। যার লক্ষ্য হবে উন্নয়নমূলক কার্যক্রম পরিচালনা, সামাজিক সমস্যার সমাধান, এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি বাসযোগ্য সমাজ তুলতে সবাইকে ঐক্যবদ্ধ ভাবে কাজ করা।
অনুষ্ঠানে ‘নাগরিক ফোরাম’র আংশিক কমিটি ঘোষণা করেন প্রধান অতিথি ও নাগরিক ফোরাম’র প্রধান উপদেষ্টা শহীদ আহমেদ চৌধুরী সাজু ৭ নং ওয়ার্ড নাগরিক ফোরাম’র সভাপতি হিসেবে সাজিদ আহমেদ চৌধুরী রানা, সেক্রেটারি কাজী মিজান, সাংগঠনিক সম্পাদক রাকেল আহমেদ এবং অর্থ সম্পাদক হিসেবে আলামিনের নাম ঘোষণা করেন।