বিভেদ নয়, ঐক্যের হোক বাংলাদেশ
স্বাগত ২০২৫। পুরনোকে পেছনে ফেলে নতুনের জয়গানই নববর্ষের মর্মবাণী। নতুন এই বছরটি এবার এমন সময় এলো যখন ইতিহাসের এক সন্ধিক্ষণে দাঁড়িয়ে বাংলাদেশ। স্বৈরাচার হটানোর পর প্রতিটি প্রাণের আকাক্সক্ষায় এখন নতুন বাংলাদেশের স্বপ্ন। সবার চাওয়া, পুরনো বিভেদ-বিভাজন নয়, বাংলাদেশ হোক ঐক্যের, যে ঐক্যের ভিত গড়ে দিয়েছে গণ-অভ্যুত্থান। মত কিংবা আদর্শের অমিল ধ্বংসাত্মক নয়, হয়ে উঠুক গণতন্ত্রের বৈচিত্র্য। ঝুঁকি-চক্রান্ত থাকবে, তবে বাংলাদেশ প্রশ্নে তা উবে যাক প্রতিরোধের ভাষায়। ‘বুকের ভেতর অনেক ঝড়, বুক পেতেছি গুলি কর’- বারুদমাখা এই স্লোগান টিকে থাকুক আগামীর ‘সতর্কসঙ্কেত’ হিসেবে।