যুক্তরাষ্ট্র এক বছরে ২২ বিলিয়ন ডলারের সামরিক সহায়তা দিয়েছে ইসরাইলকে
যুক্তরাষ্ট্র গাজায় গণহত্যা-যুদ্ধ এবং লেবানন ও সিরিয়ায় হামলা ও যুদ্ধ চালানোর জন্য ইসরাইলকে ২২ বিলিয়ন ডলার সাহায্য প্রদান করেছে। ২০২৩ সালের ৭ অক্টোবরের পর থেকে এই বিপুল অর্থ দেয়া হয়েছে।
স্টকহোম ইন্টারন্যাশনাল পীস রিসার্চ ইনস্টিটিউট এর তথ্য অনুসারে, যুক্তরাষ্ট্র ২০১৯ সাল থেকে ২০২৩ সাল পর্যন্ত ইসরাইলী অস্ত্রশস্ত্রের ৬৯ শতাংশ সরবরাহ করেছে, যা ৭৮ শতাংশ বৃদ্ধি। ২০২৩ সালের ডিসেম্বর পর্যন্ত যুক্তরাষ্ট্র ২.৪ বিলিয়ন ডলারের ১০ হাজার টন অস্ত্রশস্ত্র ইসরাইলে সরবরাহ করেছে। ২০২৪ সালের আগষ্ট তা ৫০ হাজার টন বৃদ্ধি পায়, যেগুলো বিমান ও জাহাজে পরিবহন করা হয়েছে।
ইসরাইলের সবচেয়ে বড়ো মিত্র দেশ হিসেবে যুক্তরাষ্ট্র আয়রন ডোম সিস্টেমের জন্য ক্ষেপনাস্ত্র, প্রিসিজন গাইডেড বোমা, সিএইচ-৫৩ হেভী লিফট্ হেলিকপ্টার, এএইচ-৬৪ অ্যাপাচে হেলিকপ্টার এবং ১৫৫ মিলিমিটারের আর্টিলারী শেল, বাংকার-বাস্টার বোমা ও সাঁজোয়া যানসহ বিপুল পরিমান অত্যাধুনিক সামরিক সরঞ্জাম তাকে প্রদান করেছে।
১৯৪৬ সাল থেকে যুক্তরাষ্ট্র সামরিক ক্ষেত্রে ৩১০ বিলিয়ন ডলারের সামরিক ও আর্থিক সহায়তা দিয়েছে ইসরাইলকে। মার্কিন থিংক ট্যাংক কাউন্সিল অন ফরেন রিলেশন্স এ তথ্য প্রদান করেছে। ইসরাইলকে গত বছরের ফেব্রুয়ারী মাসে অনুমোদনকৃত ১৪.১ বিলিয়ন ডলার এবং মার্চে অনুমোদনকৃত ২.৫ বিলিয়ন ডলারের অস্ত্রশস্ত্রের চালানসহ আরো কয়েক বিলিয়ন ডলারের ইমার্জেন্সী প্যাকেজ সহায়তাও দিয়েছে যুক্তরাষ্ট্র। বেসামরিক জনগনের বিরুদ্ধে এসবের ব্যবহার হচ্ছে বলে বিস্তর সমালোচনা হলেও যুক্তরাষ্ট্রের কংগ্রেস এগুলো দেখেও না দেখার ভান করেছে।
২০২৪ সাল নাগাদ যুক্তরাষ্ট্র ইসরাইলের জন্য ১শ’য়ের বেশী অস্ত্রচুক্তি অনুমোদন করে। গাজার বেসামরিক জনগনের ওপর বিরূপ প্রতিক্রিয়ার আশংকা সত্বেও যুক্তরাষ্ট্র ইসরাইলকে তাদের মিসাইল ডিফেন্স সিস্টেমে সহায়তা দিয়েছে এবং ধ্বংসস্তূপ সৃষ্টি করতে সাহায্য করেছে।