২৫ অক্টোবরের সমাবেশ সফলের আহ্বান জামায়াতের
আগামী ২৫ অক্টোবর ঢাকার নয়াপল্টনের জনসভাসহ সারা দেশে সকল জেলা-উপজেলায় ১৮ দল ঘোষিত শান্তিপূর্ণ জনসভা-সমাবেশের সফল করার আহ্বান জানিয়েছে জামায়াতে ইসলামী। বুধবার এক বিবৃতিতে জামায়াতের ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান এই আহ্বান জানান। তিনি বলেন, শান্তিপূর্ণ কর্মসূচি বানচাল করার জন্য সরকার সংবিধান লঙ্ঘন করে দেশের জনগণের মৌলিক অধিকার হরণ করতে ২০ অক্টোবর থেকে অনির্দিষ্টকালের জন্য রাজধানী ঢাকায় মিছিল ও সভা-সমাবেশ নিষিদ্ধ ঘোষণা করেছে। সরকার ভীত হয়ে ওই শান্তিপূর্ণ কর্মসূচি বানচাল করার জন্য উঠে পড়ে লেগেছে। এছাড়া সরকার ঢাকা, চট্টগ্রাম, সিলেট, খুলনা, রাজশাহী, সাতক্ষীরা, সিরাজগঞ্জ, বাগেরহাট, কুমিল্লা, নোয়াখালী, নারায়ণগঞ্জ, টাঙ্গাইল ও বগুড়াসহ সারা দেশে জামায়াত-শিবির ও বিএনপিসহ ১৮দলীয় জোটের নেতাকর্মীদের গণগ্রেফতার অভিযান শুরু করেছে বলেও অভিযোগ করেন জামায়াত সেক্রেটারি। তিনি বলেন, পুলিশ জামায়াত, শিবির ও বিএনপিসহ ১৮দলীয় জোটের নেতাকর্মীদের গ্রেফতার করার জন্য ঘরে ঘরে এবং শিক্ষাপ্রতিষ্ঠান, ছাত্রাবাস ও মেসে তল্লাশি চালাচ্ছে। গতকাল সারাদেশে শতাধিক নেতাকর্মীকে গ্রেফতার করা হয়েছে। মাওলানা রফিকুল বলেন, স্কুল, কলেজ ও মাদরাসার শিক্ষকদেরকেও গ্রেফতার করা হচ্ছে। আমরা সরকারের এহেন অগণতান্ত্রিক কর্মকাণ্ডের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি এবং অবিলম্বে গ্রেফতার অভিযান বন্ধ করে গ্রেফতারকৃত সবাইকে মুক্তি প্রদানের আহ্বান জানাচ্ছি। তিনি বলেন, বিরোধী দলের নেতাকর্মীদের গণগ্রেফতার এবং ঢাকায় মিছিল ও সভা-সমাবেশ নিষিদ্ধ করে সরকার সংকট আরো ঘনীভূত করছে। দেশের জনগণ আন্দোলনের মাধ্যমে সরকারের অগণতান্ত্রিক কর্মকাণ্ড মোকাবেলা করবে। জামায়াত সেক্রেটারি বলেন, দেশের জনগণ সব দলের অংশগ্রহণে একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন চায়। বিরোধীদলীয় নেতা নির্বাচনকালীন নির্দলীয় সরকারের যে প্রস্তাব দিয়েছেন, তা সরকার মেনে নিলেই অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের পথ সুগম হবে। অন্যথায় দেশের জনগণ তীব্র গণআন্দোলনের মাধ্যমেই গণদাবি মেনে নিয়ে সরকারকে পদত্যাগে বাধ্য করবে বলে হুঁশিয়ারি উচ্চারণ করেন তিনি।