ইসরাইল ১৫ মাসে দুই শতাধিক ফিলিস্তিনী সাংবাদিককে হত্যা করেছে
প্যালেস্টাইন জার্নালিস্ট সিন্ডিকেট নামক একটি ফিলিস্তিনী মিডিয়া গ্রুপ বলেছে, গত ডিসেম্বরে গাজা উপত্যকায় ইসরাইলী হামলায় ১০ জন ফিলিস্তিনী সাংবাদিক প্রাণ হারিয়েছেন। সিন্ডিকেটের বক্তব্য অনুসারে, ইসরাইলী সামরিক বাহিনী গত মাসে ৮৪ টি সহিংসতার ঘটনা ও অপরাধ সংঘটন করেছে ফিলিস্তিনী সাংবাদিকদের বিরুদ্ধে।
সিন্ডিকেট জানায়, ইসরাইল ফিলিস্তিনী সাংবাদিকদের হত্যাকান্ডের জন্য তাদের লক্ষ্যবস্তুতে পরিনত করার পদ্ধতি গ্রহণ অব্যাহত রেখেছে। সাংবাদিকদের ৮ টি পরিবারের সদস্যরা নিহত হয়েছেন। মিডিয়া কর্মীদের তিনটি বাড়ি ধ্বংস হয়েছে এবং বোমার স্লিপ্টার ও গুলিতে ৫ জন রিপোর্টার মারাত্মকভাবে আহত হয়েছেন।
সিন্ডিকেট আরো জানিয়েছে যে, ২০ জন সাংবাদিককে গ্রেফতরা করা হয়েছে এবং তাদেরকে সংবাদ কাভার থেকে বিরত রাখা হয়েছে। এছাড়া সাংবাদিকদের লক্ষ্য করে আগ্নেয়াস্ত্র থেকে ১১ টি ঘটনায় গুলিবর্ষন করা হয়েছে, যার ডকুমেন্ট রয়েছে। পশ্চিম তীর ও গাজা উপত্যকায় ১০ জন সাংবাদিক গুরুতর দৈহিক হামলার শিকার হয়েছেন। এর মধ্যে তিনটি ঘটনায় সরঞ্জাম বিনষ্ট হওয়া ও চুরির ঘটনাও রয়েছে।
গত ৩ জানুয়ারী গাজার মিডিয়া অফিস এক বিবৃতিতে বলেছে, ২০২৩ সালের ৭ অক্টোবর থেকে এ পর্যন্ত গাজায় ইসরাইলী সেনাবাহিনীর হামলায় ২০২ জন সাংবাদিক নিহত হয়েছেন। বলা বাহুল্য, ইসরাইলী সৈন্য বাহিনী গাজায় গণহত্যা অব্যাহত রেখেছে। তাদের হাতে এ পর্যন্ত ৪৫ হাজার ৬শ’ ফিলিস্তিনী নিহত হয়েছেন, যার অধিকাংশই নারী ও শিশু। ২০২৩ সালের ৭ অক্টোবর ফিলিস্তিনী প্রতিরোধ গোষ্ঠী ইসরাইলে অভিযান চালালে ইসরাইলী সামরিক বাহিনী গাজা উপত্যকায় ব্যাপক অভিযান ও হত্যাযজ্ঞ শুরু করে। আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি) গত বছরের নভেম্বর মাসে ইসরাইলী প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু এবং তার সাবেক প্রতিরক্ষা মন্ত্রী ইয়োভ গ্যালান্টের বিরুদ্ধে গাজায় যুদ্ধাপরাধ ও মানবতাবিরোধী অপরাধের অভিযোগ আনে। গাজায় তাদের সামরিক অভিযানের কারণে ইসরাইল ইন্টারন্যাশনাল কোর্ট অব জাস্টিসে গনহত্যার অভিযোগের সম্মুখীন।