যুক্তরাষ্ট্র ইসরাইলকে ৮ বিলিয়ন ডলারের অস্ত্রশস্ত্র সরবরাহ অনুমোদন করেছে
বাইডেন প্রশাসন ইসরাইলের জন্য ৮ বিলিয়ন ডলারের একটি অস্ত্রশস্ত্রের প্যাকেজ অনুমোদন করেছে, যার মধ্যে জঙ্গী বিমানের গোলা, কামানের গোলা এবং অ্যাটাক হেলিকপ্টারের ক্ষেপনাস্ত্র সরবরাহ অন্তর্ভূক্ত। গত শনিবার ইসরাইলের ওয়াল্লা আউটলেট এ তথ্য প্রকাশ করেছে।
একটি অজ্ঞাতসূত্র জানিয়েছে, যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রনালয় এই অস্ত্রশস্ত্র সরবরাহের বিষয়টি অনানুষ্ঠানিকভাবে কংগ্রেসকে অবহিত করেছে, যা বিদায়ী বাইডেন প্রশাসনের চূড়ান্ত একটি প্যাকেজ। আগামী ২০ জানুয়ারী নব নির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড প্রেসিডেন্টের দায়িত্ব গ্রহনের তারিখ নির্ধারন করা হয়েছে।
সংশ্লিষ্টদের মতে, গাজার উত্তরাঞ্চলে বিশেষভাবে জাবালিয়া শরনার্থী শিবির, বেইত লাহিয়া ও বেইত হানুনে ইসরাইলী হামলা তীব্রতর হওয়ার প্রেক্ষাপটে অস্ত্র সরবরাহের এই অনুমোদন দেয়া হয়েছে। ওয়াল্লা রিপোর্ট অনুসারে, অস্ত্রশস্ত্রের এই প্যাকেজের মধ্যে রয়েছে এআইএম-১২০সি-৮ এএমআরএএম এয়ার-টু-এয়ার মিসাইল, যা ড্রোনের মতো আকাশের হুমকি মোকাবেলায় প্রতিরক্ষা প্রদান করে। এছাড়া রয়েছে ১৫৫ মিলিমিটার আর্টিলারী শেল, অ্যাটাক হেলিকপ্টারের জন্য এজিএম-১১৪ হেলফায়ার মিসাইল, ক্ষুদ্রায়তনের বোমা, জেডিএএম (জয়েন্ট ডিরেক্ট অ্যাটাক মিউনিশন) সিস্টেমস, যা আনগাইডেড বোমাগুলোকে প্রিসিজন-গাইডেড মিউনিশনে রূপান্তরিতকরনে ব্যবহৃত হয়।
এছাড়া, এই প্যাকেজে রয়েছে জঙ্গী বিমানগুলোর জন্য ৫শ’ কেজি’র ওয়্যারহেড। সূত্র অনুসারে, যুক্তরাষ্ট্রের বিদ্যমান অস্ত্রের মজুদ থেকে কিছু সামরিক সরঞ্জাম সরবরাহ করা হতে পারে, যা অধিকাংশেরই নতুন উৎপাদন প্রয়োজন এবং যেগুলো কয়েক বছর ধরে সরবরাহ করা হবে।
ডিপার্টমেন্ট কংগ্রেসকে বলেছে যে, জটিল অস্ত্রশস্ত্র ও আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাসমূহের আবশ্যকীয়তা পূরনের মাধ্যমে ইসরাইলের দীর্ঘমেয়াদী নিরাপত্তাকে শক্তিশালীকরনের লক্ষ্যে এই অস্ত্র সরবরাহ করা হচ্ছে। ইসরাইলের কথিত আত্মরক্ষার অধিকার বিষয়ে প্রেসিডেন্ট জো বাইডেনের অবস্থানের বিষয়ে গুরুত্বারোপ করতে গিয়ে জনৈক মার্কিন কর্মকর্তা বলেন:
প্রেসিডেন্ট এটা স্পষ্ট করেছেন যে, আন্তর্জাতিক ও মানবাধিকার আইন অনুসারে ইসরাইলের তার নাগরিকদের রক্ষার অধিকার রয়েছে। আমরা ইসরাইলের প্রতিরক্ষার জন্য প্রয়োজনীয় সক্ষমতা সরবরাহ অব্যাহত রাখবো।