ফিলিস্তিনে জাতিসংঘের ত্রাণ সংস্থা নিষিদ্ধ: ব্রিটেনের গভীর উদ্বেগ

‘ইউএন এজেন্সি ফর প্যালেস্টাইন বিফিউজীজ’কে নিষিদ্ধ করার বিষয়ে ইসরাইলের সিদ্ধান্তের ব্যাপারে গভীর উদ্বেগ প্রকাশ করেছে ব্রিটেন। ব্রিটেন বলেছে সংস্থাটির বিকল্প কোন সংগঠন নেই।
বৃটেনের ডেভেলপমেন্ট মিনিস্টার অ্যান্নেলিসে ডডস্ বলেন, আমাদের দৃষ্টিভঙ্গি এখনো এটাই যে সংস্থাটিকে অবশ্যই বলপূর্বক তাড়িয়ে দেয়া যাবে না। ইউএনআরডব্লিউ’র ব্যাপারে একটি অত্যন্ত স্পষ্ট ম্যান্ডেট রয়েছে যে, এর কার্য সম্পূর্ণ প্রয়োজনীয়।
তিন সপ্তাহের মধ্যে সংস্থাটি নিষিদ্ধ হওয়ার কথা, এজন্য আইন পাস করা হয়েছে এবং এ ব্যাপারে তিনি কতটুকু উদ্বিগ্ন পার্লামেন্টের আন্তর্জাতিক উন্নয়ন কমিটির এমন প্রশ্নের পর তার এমন মন্তব্য এসেছে। গত সপ্তাহে ইউএনআরডব্লিউএ ইসরাইলি নিষিদ্ধকরণ সম্পর্কে একটি জরুরী সতর্কবার্তা প্রদান করে বলে, এ ধরনের পদক্ষেপ গাজায় লাখ লাখ শরণার্থীকে আবশ্যকীয় সেবা প্রদানের সক্ষমতাকে পঙ্গু করে দিতে পারে।
ডডস্ বলেন, আমি অত্যন্ত উদ্বিগ্ন। এটা অত্যন্ত স্পষ্ট যে ইউএনআরডব্লিউএ সংস্থাটি শুধুমাত্র গাজা নয় বরং এ অঞ্চল জুড়ে যেভাবে লোকজনের কাছে ত্রাণ সহায়তা ও সেবা সরবরাহ করছে অন্য কোন সংস্থার পক্ষে তা সম্ভব না। তিনি এ বিষয়ে উল্লেখ করে বলেন যে, অনেক দশকব্যাপী জাতিসংঘের একটি ম্যান্ডেটের মাধ্যমে ইউএনআরডব্লিউএ কাজ করছে।
এ ধরনের একটি নিষেধাজ্ঞা শুধু গাজা নয় বরং এ অঞ্চলের জনগণের মারাত্মক দুর্ভোগের কারণ সৃষ্টি করবে। তিনি বলেন, এই পরিস্থিতির বিষয়ে আমরা গভীরভাবে উদ্বিগ্ন।
তিনি যে চাপ প্রয়োগের চেষ্টা করছেন এ ব্যাপারে ইসরাইলের প্রতিক্রিয়া কি, কমিটির এমন প্রশ্নের জবাবে অ্যান্নেলিসে ডডস্ বলেন যে, তিনি ইসরাইলে সাক্ষাৎ করেছেন এমন লোকজনের সাথে দীর্ঘ আলোচনা হয়েছে এবং তিনি এ বিষয়ে তার সরকারের অবস্থান স্পষ্টভাবে তুলে ধরেছেন।
ইসরাইল তার কথায় কান দিচ্ছে কি-না এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, আমরা এর পরিবর্তন দেখতে চাই। সংস্থাটির প্রতি ইসরাইলের সমর্থন প্রত্যাহারের পরিবর্তন দেখতে চাই আমরা।

আরও পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও দেখুন...
Close
Back to top button