মোট রফতানি ২৬২ বিলিয়ন ডলার
তুরস্কের প্রতিরক্ষা সরঞ্জাম রফতানি রেকর্ড ৭.২ বিলিয়ন ডলারে উন্নীত
তুরস্কের প্রতিরক্ষা সরঞ্জাম রফতানি ২০২৪ সালে রেকর্ড ৭.২ বিলিয়ন ডলারে পৌঁছে। দেশটির ‘প্রেসিডেন্সী অব ডিফেন্স ইন্ডাষ্ট্রিজ’ (এসএসবি) সূত্রে এ তথ্য জানা গেছে। এসএসবি’র প্রধান হালুক গরগুন জানান, এই পরিসংখ্যান প্রতিরক্ষা সামগ্রী রফতানির লক্ষ্যমাত্রা ছাড়িয়ে গেছে। গত বছর এসব সামগ্রী রফতানির লক্ষ্যমাত্রা ছিলো ৬.৫ বিলিয়ন ডলার। রফতানির পরিমান ১১ শতাংশ বেড়েছে লক্ষ্যমাত্রার চেয়ে।
গরগুন বলেন, ২০২৪ সালে ন্যাটো ও সার্ভিস এক্সপোর্টসহ আমাদের ডিফেন্স ও অ্যারোস্পেস ইন্ডাষ্ট্রির রফতানিসমূহ নতুন রেকর্ড উচ্চতায় পৌঁছে। আন্তর্জাতিক সহযোগিতা কর্মকান্ড ও চুক্তিসমূহের কারনে আমাদের কোম্পানীসমূহ শুধু একটি নির্দিষ্ট অঞ্চলেই নয়, বরং গোটা বিশ্বে এসব সরঞ্জাম রফতানি করতে সক্ষম হয়েছে। গত শুক্রবার তুরস্কের প্রেসিডেন্ট এরদোগান বলেন, তুরস্কের সামগ্রিক রফতানি ২০২৩ সালে সর্বকালের সর্বোচ্চ পর্যায়ে পৌঁছে, যার পরিমান ছিলো ২৬২ বিলিয়ন ডলার।
তুরস্কের প্রতিরক্ষা খাত গত বছর একটি ধারাবাহিক উন্নয়ন ও মাইলফলকের দ্বারা বৈশিষ্ট্যমন্ডিত ছিলো। এগুলোর মধ্যে দেশীয় প্রযুক্তিতে তৈরী জঙ্গী বিমান ‘কান’ এর প্রথম উড্ডয়ন এবং বায়কার কোম্পানীর নতুন বায়বাক্তার টিবি-থ্রি ড্রোনের জাহাজ থেকে উড্ডয়ন ও ক্ষুদ্রায়তনের রানওয়েতে অবতরনের বিষয়টি অন্তর্ভূক্ত।
গরগুন আরো বলেন, আমরা অব্যাহতভাবে নতুন দিগন্ত উন্মোচন, আগামীতে তুরস্কের প্রযুক্তিগত ক্ষমতার রেকর্ড অতিক্রম ও উন্নয়নে দৃঢ় প্রতিজ্ঞ, যা দেশটির প্রতিরক্ষা ইন্ডাষ্ট্রি সামগ্রী ও অত্যাধুনিক প্রযুক্তির মাধ্যমে সম্ভব হবে। তিনি আরো বলেন, ২০২৪ সালে আমরা একই দৃঢ়তা ও প্রতিশ্রুতি নিয়ে কাজ করবো। উচ্চমূল্যমান সমৃদ্ধ পন্য রফতানি বৃদ্ধির ক্ষেত্রে একটি স্থায়ী প্রবৃদ্ধির লক্ষ্য অর্জনের মাধ্যমে তা করা হবে।
লক্ষনীয় যে, গত বছর তুরস্কের অ্যাসেলসান নামক প্রতিরক্ষা সরঞ্জাম উৎপাদনকারী অন্যতম কোম্পানী সংযুক্ত আরব আমিরাত ও দক্ষিণ আমেরিকার দেশ চিলিতে নতুন অফিস খোলার মধ্যে দিয়ে প্রতিরক্ষা সামগ্রী রফতানি খাতে বৈশ্বিক অগ্রগতি অর্জনে একধাপ এগিয়ে।