গত বছর তুরস্কের রপ্তানি ছিল রেকর্ড ২৬২ বিলিয়ন ডলার
তুরস্কের রপ্তানি গত ২০২৪ সালে নতুন উচ্চতায় পৌঁছেছিল। কত শুক্রবার তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান এটা ঘোষণা করেন। তিনি বলেন যে, একটি অনিশ্চয়তাপূর্ণ বেদনাদায়ক বছর হওয়া সত্ত্বেও এবং বিশ্বজুড়ে রক্ষণশীল পদক্ষেপ গ্রহণ করার পরেও তুরস্কের রপ্তানি খাত ছিল চাঙ্গা।
তিনি বলেন, ২০২৪ সালে আমাদের পণ্য রপ্তানি এর আগের বছরের তুলনায় ২.৫ শতাংশ বৃদ্ধি পায়, যা ২৬২ বিলিয়ন ডলারে পৌঁছে। আমরা বছর জুড়ে একটি রেকর্ড পরিমাণ পণ্য রপ্তানিতে সক্ষম হই।
এরদোগান আরো বলেন, এই পরিসংখ্যান একটি সরাসরি চতুর্থবারের মতো বার্ষিক শীর্ষস্থান দখল। ২০২৩ সালে তা ছিল ২৫৫.৮ বিলিয়ন ডলার। বৈশ্বিক দৃষ্টিভঙ্গির অনিশ্চয়তা ও ইউরোপীয় ইউনিয়নের মত তুরস্কের রপ্তানি ক্ষেত্রে চাহিদার ধীরগতির চ্যালেঞ্জের ভেতর দিয়েও এই সাফল্য এসেছে।
এরদোগান বলেন, আমরা একটি বেদনাদায়ক ও তরঙ্গক্ষুব্ধ বছর পেরিয়ে এসেছি যা ছিল আঞ্চলিক অনিশ্চয়তা এবং গোলযোগপূর্ণ। গত বছর রক্ষণশীল পদক্ষেপসমূহ বৈশ্বিক ব্যবসা বাণিজ্যকে ক্ষতিগ্রস্ত করেছে। গত বছর বিশ্বে লড়াইয়ের প্রথম বিষয় ছিল মূল্যস্ফীতি, যা এখনো কাঙ্ক্ষিত পর্যায়ে নেমে আসেনি।
অবশ্য এরদোগান এই মর্মে আশাবাদ ব্যক্ত করে বলেন, আমরা আশাবাদ ব্যক্ত করছি। আশা করি ২০২৫ সাল তুলনামূলকভাবে ভালো একটি বছর হবে। নতুন বছরে কিছু ইতিবাচক ইঙ্গিত সত্বেও তিনি সতর্ক পদক্ষেপ গ্রহণের ওপর জোর দেন।
তিনি ইউরোপের বৃহত্তম অর্থনীতি জার্মানির নেতিবাচক দৃষ্টিভঙ্গির কথা বর্ণনা করে এটাকে ইউরোজোনের জন্য একটি তাৎপর্যপূর্ণ ঝুঁকির বিষয় বলে উল্লেখ করেন। তিনি বলেন, ঝুঁকি হ্রাসে কাজ করব যদিও বৈশ্বিক পণ্য ও সেবার ব্যবসা ইতিবাচক ইঙ্গিত দিচ্ছে নতুন বছরের জন্য। তা সত্ত্বেও অমীমাংসিত ভু-রাজনৈতিক উত্তেজনার কারণে অধিকতর সতর্ক কর্মকাণ্ড প্রয়োজন। আমরা নতুন বাজার ও বাণিজ্যিক অংশীদার খুঁজে নেয়ার মাধ্যমে ঝুঁকি হ্রাস করব।
তিনি জানান, ২০২৪ সালে তুরস্কের বাণিজ্য ঘাটতি বার্ষিক হিসাবে ২৭.৭ শতাংশ হ্রাস পায়। ২০২৩ সালে যা ছিল ১০৬.৩ বিলিয়ন ডলার তা দাঁড়ায় ৮২.২ বিলিয়ন ডলারে। ২০২৪ সালে আমরা বাণিজ্য ঘাটতি ২৪ বিলিয়ন ডলারে নামিয়ে আনব।