ইসরাইলী সৈন্যের জন্য যুক্তরাজ্যের ইহুদী চ্যারিটির অর্থ সংগ্রহ, মামলা দায়ের

একজন ইসরাইলী সৈন্যের জন্য অর্থ সংগ্রহের অভিযান পরিচালনার পর লন্ডনে একটি ইহুদী দাতব্য সংস্থাকে অফিশিয়ালী সতর্ক করা হয়েছে। ইংল্যান্ড ও ওয়েলসে দাতব্য সংস্থাসমূহ নিয়ন্ত্রক সংস্থা দ্য চ্যারিটি কমিশন বলেছে, চ্যারিটি চাবাদ লুবাভিচ সেন্টারস্ নর্থ ইস্ট লন্ডন এন্ড এসেক্স ইসরাইলী ডিফেন্স ফোর্সের এক সদস্যদের জন্য অর্থ সংগ্রহ করে তাদের উদ্দেশ্যে বহির্ভূত কাজ করেছে।
কমিশন বলেছে, কোন বিদেশী সশস্ত্র বাহিনীর জন্য কোন সাহায্য কিংবা সামরিক সরবরাহ অবৈধ।
বর্নিত ইহুদী দাতব্য সংস্থাটি ইসরাইলের উত্তরাঞ্চলে কর্মরত একজন সৈন্যের জন্য ২০২৩ সালের অক্টোবরে একটি তহবিল সংগ্রহের ওয়েব পেইজ খুলে প্রায় ২ হাজার ৩শ’ পাউন্ড সংগ্রহ করে। সৈন্যটির কাছে ৯শ’ পাউন্ড সরাসরি প্রেরণ করা হয়, তবে কীভাবে এ অর্থ ব্যয় করা হয়েছে, তা জানাতে অক্ষমতা প্রকাশ করে ট্রাস্টিরা।
বাকী অর্থে দাতব্য সংস্থাটি প্রানঘাতী নয় এমন সামরিক সরঞ্জাম ক্রয় করে ঐ সৈন্যের কাছে প্রেরণ করে। কমিশন এই অভিযান সম্পর্কে ১৮০ টি অভিযোগ পায় এবং ২০২৩ সালের ডিসেম্বরে একটি বিধিবিধান প্রতিপালন সংক্রান্ত মামলা চালু করে। গত বছরের জানুয়ারীতে ক্যাম্পেইন পেইজটি নামিয়ে ফেলা হয়।
কমিশন বলেছে, তহবিল সংগ্রহের কর্মকান্ড ছিলো চ্যারিটি বা দাতব্য সংস্থার লক্ষ্য ও উদ্দেশ্যের বাইরে এবং তা দাতব্য কর্ম হিসেবে গন্য ছিলো না। গত বৃহস্পতিবার মামলার ফলাফল সম্পর্কে কমিশন এটা ঘোষনা করে। কমিশন আরো জানায়, ট্রাস্টিরা চ্যারিটির সর্বোত্তম স্বার্থে কাজ করতে ব্যর্থ হয়েছেন, তারা এর সুনামেরও বিরুদ্ধে গিয়েছেন।
কমিশন বলে, এটা চ্যারিটি বা দাতব্য সংস্থা পরিচালিনার ক্ষেত্রে অসদাচরন কিংবা/এবং অব্যবস্থাপনা। ওয়েবসাইট অনুসারে, বিশ্বব্যাপী ২৫০০ টি চাবাদ লুভাবিচ সেন্টারের একটি নেটওয়ার্ক ইহুদী পরিবারগুলোকে প্রতিপালনের লক্ষ্যে কর্মরত।

আরও পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও দেখুন...
Close
Back to top button