যুক্তরাজ্যে স্টুডেন্ট ও ওয়ার্ক ভিসার আবেদন ৪৩ শতাংশ হ্রাস

গত বছর কঠোর ভিসা নীতি প্রয়োগের পর যুক্তরাজ্যে কর্ম ও শিক্ষা ভিসার জন্য আবেদনকারীর সংখ্যা প্রায় ৪ লাখ হ্রাস পেয়েছে। হোম অফিসের এক পরিসংখ্যান থেকে এ তথ্য জানা গেছে। প্রভিশনাল ডাটাতে দেখা যাচ্ছে, ২০২৪ সালের এপ্রিল থেকে ডিসেম্বর পর্যন্ত ৫ লাখ ৪৭ হাজার ভিসা আবেদন জমা পড়েছে। এটা ২০২৩ সালের একই সময়ের চেয়ে অনেক কম। ২০২৩ সালে জমা পড়ে ৯ লাখ ৪২ হাজার ৫শ’ আবেদন।
ব্রিটেনে আসতে চাওয়া শিক্ষার্থী ও বিদেশী কেয়ার ওয়ার্কার প্রার্থীদের সংখ্যা কমে যাওয়ার ফলে এই সংখ্যা উল্লেখিত সময়ে ৩ লাখ ৯৫ হাজার ১শ’ অর্থ্যাৎ ৪২ শতাংশ হ্রাস পায়। ২০২৩ সালের এপ্রিল থেকে ডিসেম্বর পর্যন্ত হেলথ ও কেয়ার ওয়ার্কারদের আবেদন সবচেয়ে বেশী অর্থ্যাৎ ৭৯ শতাংশ হ্রাস পায়।
গত ২০২৩ সালে এটা ছিলো ২ লাখ ৯৯ হাজার ৮শ’। ২০২৪ সালে তা নেমে আসে ৬৩ হাজার ৮শ’তে।
গত বছর সাবেক রক্ষনশীল সরকার যুক্তরাজ্যে বৈধ অভিবাসন ভিসা হ্রাসের লক্ষ্যে একটি নতুন ভিসা নিষেধাজ্ঞা আরোপ করে। তারা বছরে ৩ লাখ ভিসা হ্রাস করার সিদ্ধান্ত নেয়। সরকার মার্চে বিদেশী কেয়ার ওয়ার্কারদের ভিসা প্রদানের ওপর একটি নিষেধাজ্ঞা আরোপ করে। এজন্য এপ্রিলে দক্ষ ওয়ার্কারদের বেতনসীমা ৩৮ হাজার ৭শ’ পাউন্ডে বৃদ্ধি করে।
বর্তমান ভিসা সংস্কারের নিয়মে বিদেশী শিক্ষার্থীরা যুক্তরাজ্যে তাদের পরিবার আনার সুযোগ হারিয়েছেন। এই নতুন নীতির ফলে বিশ্ববিদ্যালয়গুলো ও কেয়ার ইন্ডাষ্ট্রি শিক্ষার্থী ও কর্মী সংকটে পড়তে পারে বলে সতর্ক করা হয়েছে। বিশ্ববিদ্যালয়সমূহ নীতি পরিবর্তনের ফলে ফ্রজেন ডমেস্টিক ট্যুইশন ফীর দরুন তাৎপর্যপূর্ন আর্থিক সমস্যা ও বিদেশী শিক্ষার্থী হ্রাসের সংকটে পড়তে পারে বলে সতর্ক করেছে।

আরও পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও দেখুন...
Close
Back to top button