ইসলামোফোবিয়া মোকাবেলায় কঠোর আইন বাস্তবায়নের আহ্বান

গত বছর মুসলিম বিরোধী ঘৃণা সূচক অপরাধ ছড়িয়ে পড়ার ব্যাপারে বড়ো ধরনের উদ্বেগ প্রকাশ করেছে মুসলিম ব্রিটিশ কাউন্সিল (এমসিবি)। কিছু অঞ্চলে কিছু অপরাধ দ্বিগুণ পরিলক্ষিত হয়েছে এমন দাবি করে সংগঠনটি এ ব্যাপারে দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে কঠোর আইন প্রয়োগের আহ্বান জানিয়েছে।
এক বিবৃতিতে কাউন্সিল উল্লেখ করেছে যে, গ্রেটার মানচেষ্টার পুলিশ গত বছর আগষ্টে ইসলামোফোবিয়া সংক্রান্ত গড়ে মাসিক ৩৯ থেকে ৮৫ টি ঘটনার বিষয়ে রিপোর্ট করেছে। একই সময়ে ওয়েস্ট ইয়র্কশায়ার পুলিশ গড়ে মাসিক ৩৯ থেকে ৯৪ টি অপরাধ রেকর্ড করেছে। কাউন্সিল বলেছে, এসব পরিসংখ্যান বর্ণবাদের একটি আঙ্গিক হিসেবে ইসলামোফোবিয়া বিষয়ে পদ্ধতিগত অবহেলার ব্যাপারে আলোকপাত করে এবং এ ব্যাপারে সরকারের কঠোর জরুরী পদক্ষেপের প্রয়োজনীয়তার বিষয়ে গুরুত্বারোপ করে।
বিবৃতিতে বলা হয়, মুসলিম কাউন্সিল অব ব্রিটেন সরকারের হেইট ক্রাইম অর্থ্যাৎ ঘৃনাসূচক অপরাধ এবং বিস্তৃতভাবে বলতে গেলে বর্ণবাদ মোকাবেলায় সরকারের দুর্বল পদক্ষেপের ব্যাপারে গভীর উদ্বেগ প্রকাশ করেছে।
এমসিবি’র মহাসচিব জারা মোহাম্মদ বলেন, এসব পরিসংখ্যান দু:খজনক ও গভীর হতাশাব্যঞ্জক। ইসলামোফোবিক অপরাধসমূহ অব্যাহতভাবে বিস্তৃত হচ্ছে, প্রকৃত জীবনযাপন ও গোটা কমিউনিটিকে ক্ষতিগ্রস্ত করছে।
গত বছর মুসলিমদের লক্ষ্যবস্তু করে ঘৃণা সূচক অপরাধ বৃদ্ধির বিষয়ে আমরা সতর্কবানী উচ্চারন করছি।
তিনি আরো বলেন, যখন আগের সরকার আগের বছরগুলোতে একটি হেইট ক্রাইম অ্যাকশন প্ল্যান চালু করেছিলো, তখন আমরা জরুরীভাবে একটি ক্রস-গভর্নমেন্ট সরকারী উদ্যোগের প্রয়োজনীয়তা বোধ করি যা হবে আগের সকল প্রচেষ্টা অতিক্রম করে সব ধরনের বর্ণবাদসহ ইসলামোফোবিয়া মোকাবেলায় অর্থবহ অগ্রগতি অর্জনে সরকারী উদ্যোগ। আমরা আশা করি এটা ইসলামোফোবিয়ার একটি স্পষ্ট সংজ্ঞার ব্যাপারে কমিউনিটি গ্রুপগুলোকে একই কাতারে নিয়ে আসবে। এছাড়া এমসিবি বিদ্যমান হেইট ক্রাইম আইনকে আরো বিস্তৃত করার আহ্বান জানায়। আহ্বান জানায় ইসলামোফোবিক হেইট ক্রাইম মোকাবেলায় টার্গেটকৃত কৌশল বাস্তবায়নের।

আরও পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও দেখুন...
Close
Back to top button