প্রতিরক্ষা সরঞ্জাম রফতানিতে তুরস্ক ১১ তম

তুরস্কের প্রেসিডেন্সী অব ডিফেন্স ইন্ডাষ্ট্রিজের (এসএসবি) প্রধান হালুক গরগুন বলেছেন, তুরস্ক এমন একটি বছর অতিক্রম করেছে, যে বছর দেশটির প্রতিরক্ষা শিল্প, প্রোডাক্ট পোর্টফোলিও, বিপুল পরিমানে উৎপাদন এবং উদ্ভাবনের পাশাপাশি গবেষনা ও উন্নয়ন খাতে জটিল অগ্রগতিতে পরিপূর্ন ছিলো। তুরস্কের রাজধানী আংকারায় মিডিয়ার সাথে বৈঠকে গরগুন বলেন, আমরা ২০২৪ সালে ১৮৫ টি দেশে রফতানি করেছি, যার পরিমান ৭ বিলিয়ন ডলারেরও বেশী।
তিনি আরো বলেন, আমরা আগামী দুই বছরের মধ্যে রফতানির পরিমান দুই ফিগারে নিয়ে যেতে চাই। তিনি সাড়ে ৩ হাজারের মধ্যে ১ হাজার ৬শ’ প্রতিরক্ষা কোম্পানীর প্রতি ইংগিত করে বলেন, তারাই রফতানিকে এ পর্যায়ে উন্নীত করেছে।
তিনি জানান, ২০২৪ সালে অধিকাংশ চুক্তি সম্পাদিত হয়েছে ইউরোপীয় দেশসমূহের সাথে। গরগুন বলেন, ২০২৪ সালে আমরা ন্যাটোতে সবচেয়ে বেশী প্রকল্প প্রয়োগ বাস্তবায়ন করেছি। আমরা ২০২৫ সালে এই জোটের সাথে অধিকতর সহযোগিতা অব্যাহত রাখবো। তিনি ব্যাখ্যা করে বলেন যে, তিনি ন্যাটোভুক্ত অনেকগুলো দেশের মহাসচিব ও উচ্চপদস্থ কর্মকর্তাদের সাথে সাক্ষাত করবেন।
গরগুন সামরিক জাহাজ রফতানি সংক্রান্ত বিষয়ে পর্তুগালের সাথে সহযোগিতার বিষয়টি বিশেষভাবে উল্লেখ করেন। গরগুন বলেন যে, আংকারার প্রতিরক্ষা শিল্প গবেষনা ও উন্নয়ন বাজেট ৩ বিলিয়ন ডলারে পৌঁছেছে। প্রোজেক্ট ভলিয়্যুম ১শ’ বিলিয়ন ছাড়িয়ে গেছে। আমরা গত বছর রফতানিতে ৭.১৫৪ বিলিয়ন ডলার আহরন করেছি, যা ২০২৩ সালের তুলনায় ২৯ শতাংশ বেশী।
এক্ষেত্রে আমাদের লক্ষ্যমাত্রা ছিলো ৬.৫ বিলিয়ন ডলার। তিনি আরো জানান, তুরস্কের প্রতিরক্ষা কোম্পানী অ্যাসেলসান একটি আন্তর্জাতিক কোম্পানীর সাথে এক ধরনের বেসামরিক প্রশিক্ষণ বিমান রফতানির জন্য চুক্তি সম্পাদন করেছে।
তুরস্ক বিগত দুই দশকে কয়েক বিলিয়ন ডলার বিনিয়োগ করেছে প্রতিরক্ষা শিল্পে। বিনিয়োগ উদ্যোগ একটি ব্যাপক দেশীয় প্রযুক্তির এয়ার, ল্যান্ড ও নৌ প্লাটফর্মের উন্নয়নকে ত্বরান্বিত করেছে।

আরও পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও দেখুন...
Close
Back to top button