যুক্তরাজ্যে ৪ বিলিয়ন পাউন্ডের মালয়েশীয় বিনিয়োগ

মালয়েশীয় প্রধানমন্ত্রীর ইষ্ট লন্ডন মসজিদ পরিদর্শন ও জুম্মার নামাজ আদায়

মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহীম গত শুক্রবার (১৭ জানুয়ারী) ইষ্ট লন্ডন মসজিদে জুমার নামাজ আদায় করেন। মসজিদে তাকে সাদর অভ্যর্থনা জানানো হয়। তার আগমন বিশ্বের মুসলিম কমিউনিটিগুলোর মধ্যে চিরন্তন বন্ধনকে আরো দৃঢ় এবং বিশ্বাস ও সামাজিক অগ্রগতির বিষয়টি বিস্তৃত করেছে। সফরকালে মালয়েশীয় প্রধানমন্ত্রী মসজিদের ব্যবস্থাপনা ও ট্রাস্টিদের সাথে বিশ্বাসের মূল্যবোধের অংশীদারিত্ব, কমিউনিটি সেবা এবং উম্মাহর শক্তিশালীকরনের উপর গুরুত্বারোপ করেন।
নামাজ শেষে প্রধানমন্ত্রী ইব্রাহীম মুসল্লীদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন। তিনি বলেন, আমাদেরকে একই কমিউনিটি ও উম্মাহ হিসেবে ঐক্যবদ্ধ হওয়া প্রয়োজন। শান্তি ও ন্যায়বিচারের জন্য যাতে আমরা কাজ করতে পারি এজন্য এই ঐক্য প্রয়োজন। তিনি যুক্তরাজ্যের মুসলিমদের জন্য শিক্ষা, সমঝোতা এবং শান্তির ওপর জোর দেন এবং একই সময়ে মুসলিম কমিউনিটিকে তাদের মুসলিম পরিচয়কে সমুন্নত রাখতে উৎসাহিত করেন।
প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহীম ইষ্ট লন্ডন মসজিদকে মালয়েশিয়ার পুত্রজায়ায় ইংরেজীতে অনূদিত এক কপি কোরআন উপহার প্রদান করেন। এই বিশেষ উপহারটি গ্রহন করেন চেয়ারম্যান ড: আব্দুল হাইয়ী মুরশেদ এবং পেশ ইমাম শায়েখ আব্দুল কাইয়ুম।
পরে ট্রাস্টিবৃন্দ ও মসজিদ ব্যবস্থাপনা কমিটি মালয়েশীয় প্রধানমন্ত্রীর সাথে এক বৈঠকে মিলিত হন। মালয়েশীয় প্রধানমন্ত্রীর এই সফর যুক্তরাজ্যে তার বৃহত্তর কর্মসূচীর অংশ, যার মধ্যে ৪ বিলিয়ন পাউন্ডের মালয়েশীয় বিনিয়োগ অন্তর্ভূক্ত। যুক্তরাজ্য ও মালয়েশিয়ার মধ্যে বন্ধন আরো দৃঢ় করতে এই উদ্যোগ গ্রহন করা হয়েছে।
আনোয়ার ইব্রাহীমের এই সফরের ওপর মন্তব্য করতে গিয়ে ইষ্ট লন্ডন মসজিদের সিইও জুনায়েদ আহমদ বলেন, আমরা আজ আমাদের মসজিদে মাননীয় আনোয়ার ইব্রাহীমকে স্বাগত জানাতে পেরে গভীরভাবে সম্মানিত বোধ করছি। তার উপস্থিতি একটি ঐক্য ও সহযোগিতার চেতনার প্রকাশ, যা দেশের সীমানা পেরিয়ে বিস্তৃত।
তিনি আরো বলেন, উপহারের কোরআন আমাদের সংগ্রহের একটি প্রত্যাশিত সংযোজন, যা বিশ্বাসের মূল্যবোধ ও শিক্ষাগ্রহনের প্রতীক, যা আমাদের ঐক্যবদ্ধ করে। আমরা প্রধানমন্ত্রীর অব্যাহত প্রচেষ্টার সাফল্য কামনা করি এবং মালয়েশিয়ার ভাইবোনদের সাথে আমাদের লালিত বন্ধনকে আরো জোরালো করার প্রত্যাশা করি।

আরও পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও দেখুন...
Close
Back to top button