ফিলিস্তিনীরা সম্মান নিয়ে বাঁচবে, গনহত্যাকারীরা লজ্জা বয়ে বেড়াবে
মানব ইতিহাসে একটি অন্যতম কালিমা লিপ্ত গনহত্যা এসেছে ও বিদায় নিয়েছে। এটা যেমন এমন যে, ইতিহাসের মঞ্চে আমরা একটি থিয়েটার নাটক দেখছি কিংবা এমন একটি মুভিতে দেখানো হচ্ছে বহমান ইতিহাস যার স্ক্রিপ্ট শুরু হয়েছে এবং শেষও হয়ে গেছে। মানবতাকে বহু গনহত্যা, ধ্বংসলীলা ও ট্রমা সহ্য করতে হয়েছে। এসব বর্বরতার অনেকগুলো আফ্রিকা, এশিয়া ও দক্ষিন আমেরিকার ইউরোপীয় দেশগুলোর উপনিবেশসমূহ থেকে উদ্ভূত হয়েছে। যার ব্যাপক দাসত্ব ও গনহত্যার দিকে নিয়ে গেছে, অনেকগুলো বর্তমানে অজানা কিংবা বিস্মৃত।
ইতিহাস জুড়ে ইহুদীরা মধ্যযুগে তাদের বিরুদ্ধে সংঘটিত হত্যাযজ্ঞ সহ অগনিত নিষ্ঠুরতা ও অবিচার সহ্য করেছে। তারা প্রান্তিকীকরন, গনহত্যা, নির্বাসন, জবরদখল, ঘেট্টোতে আটকাবস্থা এবং জীবানু এবং দৃশ্যমান ও অদৃশ্য শয়তান আখ্যা দিয়ে মানসিক ও দৈহিক নিপীড়ন-নির্যাতন সহ্য করেছে। মানবেতিহাস ও সীমাহীন ধ্বংসলীলা ও হত্যাকান্ড প্রত্যক্ষ করেছে। যেমন চেঙ্গিস খানের সাম্রাজ্যের অধীনে হয়েছে ঐসব হত্যা ও ধ্বংস। এছাড়া মানবতা সহ্য করেছে প্রথম ও দ্বিতীয় বিশ্বযুদ্ধের বিপর্যয় ও ধ্বংসলীলা। দ্বিতীয় বিশ্বযুদ্ধে আইন মেনে যুদ্ধ করার প্রচেষ্টা সত্বেও ঝরে গেছে ৪ কোটি জীবন।
যুক্তরাষ্ট্র গাজায় নারী ও শিশু হত্যায় লাখ লাখ টন বোমা সরবরাহ করেছে। জার্মানী ও ইসরাইলের প্রতি অব্যাহত সমর্থন দিয়ে গেছে। স্ক্যান্ডানেভিয়ান দেশগুলো, স্পেন, বিশেষভাবে আয়ারল্যান্ড রাষ্ট্রীয় পর্যায়ে এর বিরোধিতা করেছে। একই সময়ে দক্ষিণ আফ্রিকা মানবিকতা ও ন্যায়বিচারের এক অসাধারন দৃষ্টান্ত স্থাপন করেছে। দেশটি ইসরাইলের বিরুদ্ধে ইন্টারন্যাশনাল কোর্ট অব জাস্টিস এ একটি ফৌজদারি মামলা দায়ের করে।
ইতিহাস লিপিবদ্ধ করে রাখবে যা আমরা ইতোমধ্যে প্রত্যক্ষ করেছি: গাজাবাসীদের কিংবদন্তীতূল্য প্রতিরোধ, বীরত্ব ও ধৈর্য। তাদের মায়েরা তাদের সন্তান হারিয়েছেন। তাদের সঁপে দিয়েছেন আল্লাহর জিম্মায়। আল্লাহর সাহায্য প্রার্থনা করছেন। অপরদিকে ইসরাইল মানবজাতির বিরুদ্ধে অকল্পনীয় অপরাধ ও হত্যাযজ্ঞ সংঘটন করেছে।
নিশ্চিতভাবে গনহত্যাকারী ইহুদীবাদীরা যে বর্বরতা ও নিষ্ঠুরতা সংঘটন করেছে, তা কখনো ভুলতে পারবে না। যেখানেই তারা যাবে অন্তত: শিশু হত্যার লজ্জা তাদের ভূতের মতো তাড়িয়ে বেড়াবে।