৩০ সহস্রাধিক কর্মসংস্থান
যুক্তরাজ্যে মালয়েশিয়ার ৪ বিলিয়ন পাউন্ড বিনিয়োগ
মালয়েশিয়ার একটি ব্যবসায়ী প্রতিষ্ঠান গ্রুপ ওয়াইটিএল যুক্তরাজ্যে ৪ বিলিয়ন পাউন্ড বিনিয়োগ করবে। এতে ৩০ হাজারেরও বেশী কর্মসংস্থান হবে। আগামী ৫ বছরব্যাপী এই বিনিয়োগ হবে। এই বিনিয়োগের ফলে বৃহত্তর ব্রিস্টল এলাকা নতুন রূপে রূপান্তরিত হবে, এমন প্রত্যাশা সংশ্লিষ্টদের।
ডিপার্টমেন্ট ফর বিজনেস এন্ড ট্রেড, হিজ ম্যাজেস্টি ট্রেজারি, ব্রিটিশ বিনিয়োগ মন্ত্রী ব্যারোলেস গুস্তাফসন অব চেষ্টারটন, ওবিই, ডগলাস আলেকজান্ডার এমপি, জনাথন রেনাল্ডস এমপি এবং ব্রিটিশ চ্যান্সেলর র্যাচেল রীভস্ এমপি কর্তৃক প্রেরিত প্রেস রিলিজ সূত্রে এ তথ্য জানা গেছে। মালয়েশীয় বিনিয়োগের এই ঘোষনা এসেছে সম্প্রতি মালয়েশীয় প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহীমের যুক্তরাজ্য সফরকালে। লন্ডনে ব্রিটিশ প্রধানমন্ত্রী কেইর স্টার্মারের সাথে বৈঠককালে আনোয়ার ইব্রাহীম এই ঘোষনা দেন।
এ সময় তিনি যুক্তরাজ্যের ব্রাউনফিল্ড ডেভেলাপমেন্টসমূহের একটি অন্যতম বৃহৎ স্কীম উদ্বোধন করেন। এসময় উপস্থিত ছিলেন ব্রিটিশ বিনিয়োগমন্ত্রী পপি গুস্তাফসন।
লক্ষনীয় যে, মালয়েশীয় কনগ্লোমারেট ওয়াইটিএল ঘোষনা করেছে, বিনিয়োগের মোট ৪ বিলিয়ন পাউন্ডের মধ্যে ২ বিলিয়ন পাউন্ড ব্যয় করা হবে ব্রেবাজন ব্রিস্টল ডেভেলাপমেন্ট প্রকল্পে, যার মধ্যে রয়েছে সাড়ে ৬ হাজার বাড়ি, ৩টি নতুন স্কুল এবং সাড়ে ১৯ হাজার লোক ধারন ক্ষমতা সম্পন্ন একটি অ্যারেনা, কনফারেন্স ও প্রদর্শনীর স্থান নির্মাণ।
ওয়াইটিএল অনুসারে, এসব উন্নয়ন কাজের ফলে ৩০ হাজারেরও বেশী কর্মসংস্থান সৃষ্ট হবে। বাকী ২ বিলিয়ন পাউন্ড আগামী ৫ বছরব্যাপী ওয়াইটিএল এর যুক্তরাজ্যে অবস্থিত ব্যবসাসমূহে বিনিয়োগ করা হবে।
জানা গেছে, ২০২৪ সালের জুনে যুক্তরাজ্য ও মালয়েশিয়ার বানিজ্য ৬ বিলিয়ন পাউন্ডে উন্নীত হয়। যুক্তরাজ্য কমপ্রিহেন্সিভ এন্ড প্রোগ্রেসিভ এগ্রিমেন্ট ফর ট্রান্সপ্যাসিফিক পার্টনারশীপে (সিপিটিপিপি) যোগদানের ফলে বানিজ্য আরো বৃদ্ধির সম্ভাবনা রয়েছে। মালয়েশিয়ার সাথে আনুষ্ঠানিক মুক্ত বানিজ্যচুক্তি এর মধ্যে অন্যতম। সিপিটিপিপি’র মাধ্যমে মালয়েশীয় বিনিয়োগকারীরা যুক্তরাজ্যে বিনিয়োগের বৃহত্তর নিশ্চয়তা পেয়েছে। এভাবে উভয় দেশ একে অপরের মার্কেটে সুষ্ঠু ও সমতাপূর্ন প্রবেশাধিকার পাচ্ছে। বিস্তারিত পাওয়া যাবে এই লিন্কে: https://www.gov.uk/government/news/4-billion-malaysian-investment-in-the-uk-creates-30000-jobs