দ্য টেলিগ্রাফ

টিউলিপের বিরুদ্ধে তদন্তে ব্রিটিশ এনসিএ বাংলাদেশকে সহায়তা করছে

যুক্তরাজ্যের ন্যাশনাল ক্রাইম এজেন্সি (এনসিএ) টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে ওঠা পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র-সংশ্লিষ্ট দুর্নীতির অভিযোগ তদন্তে বাংলাদেশি কর্তৃপক্ষকে সহায়তা করছে। ব্রিটিশ সংবাদমাধ্যম টেলিগ্রাফ জানায়, টিউলিপ তার খালা, ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রভাব ব্যবহার করে এই চুক্তি থেকে সুবিধা নিয়েছেন বলে অভিযোগ উঠেছে। রাশিয়ার অর্থায়নে নির্মিত ওই প্রকল্প থেকে ৩.৯ বিলিয়ন পাউন্ড আত্মসাতের বিষয়ে তদন্ত করছে দুর্নীতি দমন কমিশন। অভিযোগের জেরে টিউলিপ সম্প্রতি ব্রিটিশ মন্ত্রিসবা থেকে পদত্যাগ করেছেন। তবে তিনি নিজে সব অভিযোগ অস্বীকার করছেন।
বাংলাদেশ ব্যাংক ইতিমধ্যে টিউলিপ ও তাঁর পরিবারের সদস্যদের আর্থিক লেনদেন সংক্রান্ত তথ্য চেয়েছে। এনসিএ কোনো তদন্ত প্রসঙ্গে মন্তব্য করতে অস্বীকৃতি জানালেও জানা গেছে, তারা গত অক্টোবরে বাংলাদেশ সফর করে স্থানীয় কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করেছে। দুদকের মতে, তদন্ত এখনো প্রাথমিক পর্যায়ে। আন্তর্জাতিক সহযোগিতায় পাচার হওয়া অর্থ উদ্ধারই তাদের মূল লক্ষ্য বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।
বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর বলেন, বাংলাদেশ থেকে যুক্তরাজ্য ও অন্যান্য দেশে পাচার হওয়া কয়েক বিলিয়ন ডলার চিহ্নিত করতে ব্রিটিশ সরকার এবং আন্তর্জাতিক তদন্ত সংস্থাগুলোর সহায়তাকে আমরা অত্যন্ত মূল্যবান মনে করি।
তিনি বলেন, এই প্রচেষ্টায় যুক্তরাজ্য আমাদের সহযোগিতা করছে। আমাদের পরবর্তী পদক্ষেপ হলো বিভিন্ন দেশে বিশেষ করে যুক্তরাজ্যে পাচার করা টাকায় কেনা সম্পত্তি ও ব্যাংক অ্যাকাউন্ট চিহ্নিত করা। এই অর্থ ফেরত আনার জন্য এবং দোষীদের বিচারের আওতায় আনতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।

আরও পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও দেখুন...
Close
Back to top button