ইউএসএআইডির ওয়েবসাইট বন্ধ
বিশ্বের বৃহত্তম দাতা সংস্থাটি ‘বন্ধের সময় হয়ে এসেছে’
আলোচনার শীর্ষে রয়েছে মার্কিন আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা ইউএসএআইডি (ইউএস এজেন্সি ফর ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট)। অলাভজনক প্রতিষ্ঠান ইন্টারনেট আর্কাইভের তথ্য অনুযায়ী, শনিবার ভোর ৩টার কিছুক্ষণ পরে সংস্থাটির ওয়েবসাইট ডাউন হয়ে যায়। বিভিন্ন ব্রাউজারে “এই সাইটে পৌঁছানো যাবে না” বার্তা প্রদর্শিত হচ্ছে। এমনকি ইউএসএআইডির অফিসিয়াল এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্টও মুছে ফেলা হয়েছে।
এই প্রেক্ষাপটে মার্কিন প্রযুক্তি উদ্যোক্তা ইলন মাস্ক রোববার এক্স-এ ইউএসএআইডিকে ‘মেরামতযোগ্য নয়’ বলে মন্তব্য করেন এবং বলেন, “এটি বন্ধের সময় হয়ে এসেছে।” অ্যাসোসিয়েটেড প্রেসের (এপি) প্রতিবেদনে বলা হয়েছে, ডিপার্টমেন্ট অফ গভর্নমেন্ট এফিসিয়েন্সির (ডিওজিই) কর্মীরা শনিবার ইউএসএআইডির গোপন নথিপত্রে প্রবেশের চেষ্টা করেও ব্যর্থ হন। এর পরপরই ট্রাম্প প্রশাসন সংস্থাটির দুই নিরাপত্তা কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করেছে।
বিশ্বব্যাপী উন্নয়ন প্রকল্পে অর্থায়নকারী ইউএসএআইডি ২০২৩ সালে বিভিন্ন কর্মসূচিতে প্রায় ৪০ বিলিয়ন ডলার ব্যয় করেছিল। তবে বর্তমানে সংস্থাটির সম্পর্কে অনলাইনে খুবই সামান্য তথ্য পাওয়া যাচ্ছে। স্টেট ডিপার্টমেন্টের একটি ওয়েবপৃষ্ঠায় সীমিত তথ্য সংরক্ষিত রয়েছে, যা সর্বশেষ ২৭ জানুয়ারি আর্কাইভ করা হয়।
ইন্টারনেট আর্কাইভের তথ্যমতে, ইউএসএআইডির ওয়েবসাইটের তথ্যের পরিমাণ নাটকীয়ভাবে হ্রাস পেয়েছে। যেখানে আগে সংস্থাটির মানবিক সহায়তা, বিশ্ব স্বাস্থ্য, শিক্ষা ও সংঘাত প্রতিরোধ সংক্রান্ত বিশদ প্রতিবেদন ছিল, এখন সেখানে মাত্র কয়েকটি আইটেম দেখা যাচ্ছে।
উল্লেখ্য, ইউএসএআইডি সংস্থাটি ১৯৬১ সালে প্রেসিডেন্ট জন এফ. কেনেডির নির্বাহী আদেশে প্রতিষ্ঠিত হয়েছিল এবং ১৯৯৮ সালে কংগ্রেস একে একটি স্বাধীন সংস্থা হিসেবে আনুষ্ঠানিক স্বীকৃতি দেয়।