চট্টগ্রামে লালদীঘির মাঠ ঘিরে রেখেছে পুলিশ : প্রশাসনের ব্যাপক প্রস্তুতি

Policeচট্টগ্রামের ১৮ দলের ডাকা সমাবেশকে কেন্দ্র করে চট্টগ্রামের অবস্থা এখন থমথমে। স্বাভাবিকের চেয়ে সীমিত রয়েছে সড়কে যানবাহন চলাচলও। সাধারণ মানুষের মনে আতঙ্ক দেখা দিয়েছে। সমাবেশ ঠেকাতে ৬ শতাধিক পুলিশ ঘেরাও করে রেখেছে লালদীঘির মাঠ। বৃহস্পতিবার সকাল থেকে নগরী ও জেলার স্পর্শকাতর পয়েন্টে অতিরিক্ত পুলিশের পাশাপাশি বিজিবির টহল চলছে। সকালে ২ শতাধিক বিজিবি সদস্যের একটি ইউনিট দামপাড়া পুলিশ লাইনে আসে। বিজিবি জওয়ানরা ছোট ছোট ইউনিটে ভাগ হয়ে সাড়ে ১০টা থেকে ১১টার মধ্যে নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ ও স্পর্শকাতর পয়েন্টে টহল শুরু করেছে। একজন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও একজন অতিরিক্ত উপ-কমিশনারের তত্ত্বাবধানে বিজিবি সদস্যরা নগরীতে আইনশৃঙ্খলা রক্ষার দায়িত্বে থাকবে। ১০ প্লাটুন বিজিবি সদস্যকে জেলা পুলিশ লাইনে নিয়ে রাখা হয়েছে। এছাড়া বৃহ¯পতিবার সকাল থেকে প্রায় ৬শ’ অতিরিক্ত পুলিশ ফোর্স লালদিঘীর মাঠ ঘিরে সাতটি পয়েন্টে অবস্থান নিয়েছে। একইভাবে ভোর ৬টা থেকে জেলা রিজার্ভ পুলিশ থেকে ৭শ’ সদস্যকে অতিরিক্ত ফোর্স হিসেবে বিভিন্ন উপজেলায় মোতায়েন করা হয়েছে। প্রাথমিকভাবে মহাসড়ককে গুরুত্ব দিয়ে সীতাকুন্ড, হাটহাজারী, ফটিকছড়ি, রাউজান, পটিয়া, সাতকানিয়া, লোহাগাড়ায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

আরও পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও দেখুন...
Close
Back to top button