ট্রাম্পের গাজা পরিকল্পনার কঠোর সমালোচনায় ব্রিটিশ প্রধানমন্ত্রী
ব্রিটিশ প্রধানমন্ত্রী কেইর স্টার্মার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাথে তার গাজা পরিকল্পনা নিয়ে আলোচনা করবেন, যে পরিকল্পনায় ট্রাম্প গাজা থেকে ফিলিস্তিনীদের বিতাড়িত করে সেখানে ‘মধ্যপ্রাচ্যের রিভিয়েরা’ অর্থ্যাৎ সমুদ্র তটভূমি অঞ্চল প্রতিষ্ঠান কথা ঘোষনা করেছেন।
কিছুদিন আগে ইসরাইলী প্রধানমন্ত্রী নেতানিয়াহুর সাথে এক প্রেস কনফারেন্সে ডোনাল্ড ট্রাম্প গাজা সম্পর্কে তার এই গভীর বিতর্কিত প্রস্তাব ঘোষনা করেন। প্রধানমন্ত্রী স্টার্মার বলেন, গাজাবাসীকে অবশ্যই গাজায় থাকতে দিতে হবে। তিনি তার বক্তব্যে সংঘাত নিরসনে দ্বিরাষ্ট্রীয় সমাধানের ওপর জোর দেন।
এর আগে ব্রিটিশ পরিবেশমন্ত্রী স্টিভ রীডস এবং পররাষ্ট্রমন্ত্রী ডেভিড ল্যামি উভয়ই ফিলিস্তিনীদের গাজা থেকে উচ্ছেদ করে অন্যত্র তাদের পুনর্বাসনের প্রস্তাব প্রত্যাখান করেন। ডাউনিং স্ট্রিটের জনৈক মুখপাত্র বলেন যে, লেবার পার্টির সরকার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাথে তার গাজা পরিকল্পনা নিয়ে কথা বলবেন।
মন্ত্রীদ্বয় আরো বলেন, যুক্তরাজ্যের অবস্থান সেখানে, যেখানে ফিলিস্তিনীরা তাদের বাড়িঘরে ফিরতে সক্ষম হবেন। এদিকে ব্রিটেনের গ্রীন পার্টির কো-লীডার এমপি কারলা ডেনিয়ার ডেভিড ল্যামি বরাবরে লিখিত এক পত্রে বলেছেন: এসব মন্তব্য গাজায় ইতোমধ্যে হওয়া ভঙ্গুর যুদ্ধবিরতি এবং এ অঞ্চলে দীর্ঘমেয়াদী শান্তির সম্ভাবনাকে মারাত্মক সংকটে ফেলার ঝুঁকি সৃষ্টি করছে। তাই আমি যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতকে তলব করে যুক্তরাজ্যের অবস্থান স্পষ্টভাবে তুলে ধরার জন্য আপনার প্রতি আহ্বান জানাচ্ছি। গাজা থেকে ফিলিস্তিনীদের বলপূর্বক বাস্তুচ্যুত ও জাতিগতভাবে নির্মূল করার ব্যপারে যুক্তরাজ্যের বক্তব্য উপস্থাপন করা হোক। এটা নিশ্চিত করা হোক যে, যুক্তরাষ্ট্র এ বিষয়ে নি:সন্দেহে অবহিত যে যুক্তরাজ্যের অভিপ্রায় হচ্ছে গাজা ও ফিলিস্তিনী জনগনের আত্ননিয়ন্ত্রাধিকারের সুরক্ষাকরন। যুক্তরাজ্য নিশ্চিত হতে চায় যে যুক্তরাষ্ট্র আন্তর্জাতিক আইন প্রতিপালনে প্রতিশ্রুতিবদ্ধ, প্রতিশ্রুতিবদ্ধ বিদ্যমান যুদ্ধবিরতি ও একটি দ্বিরাষ্ট্রীয় সমাধানের বিষয়ে।
অবশ্য ডোনাল্ড ট্রাম্পের মন্তব্য মধ্যপ্রাচ্যে উত্তেজনা আরো বাড়াবে এবং হামাস ও ইসরাইলের মধ্যে যুদ্ধবিরতি এতে ক্ষতিগ্রস্ত হবে, এমন ধারনা প্রত্যাখ্যান করেছে ডাউনিং স্ট্রিট। ব্রিটিশ প্রধানমন্ত্রী অফিসের জনৈক মুখপাত্র বলেন: আমরা স্পষ্টত:ই মধ্যপ্রাচ্যে শান্তির পক্ষে আমাদের সমর্থন অব্যাহত রাখবো।