ব্রিটিশ পেট্রোলিয়াম ইরাকের তেলক্ষেত্রে ২৫ বিলিয়ন ডলার বিনিয়োগ করবে
বিশ্বের এনার্জি জায়ান্ট ব্রিটিশ পেট্রোলিয়াম অর্থ্যাৎ বিপি ইরাকের বিভিন্ন তেলক্ষেত্রে ২৫ বিলিয়ন ডলার বিনিয়োগ করবে। বিনিয়োগের এই অর্থ কিরকুকের ৪টি তেলক্ষেত্রের উন্নয়নে ব্যয় করা হবে। ইরাকের জনৈক সিনিয়র তেল কর্মকর্তা এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, বাগদাদ বিদেশী বিনিয়োগ আকৃষ্ট করার চেষ্টা করছে। বিপি’র সঙ্গে স্বাক্ষরিত চুক্তি ইরাকের জন্য একটি যুগান্তকারী পদক্ষেপ হিসেবে বিবেচিত হবে, যখন দীর্ঘ সময়ের যুদ্ধ বিগ্রহ, দুর্নীতি ও গোষ্ঠীগত সংঘাতের ফলে দেশটির উৎপাদন মারাত্মকভাবে হ্রাস পেয়েছে।
বলা বাহুল্য, ইরাক ওপেকভুক্ত দেশগুলোর মধ্যে শীর্ষ দেশ, তেল উৎপাদনে সৌদী আরবের পরেই যার স্থান। উক্ত ইরাকী কর্মকর্তা বলেন, বিপি আগামী ২৫ বছরব্যাপী প্রফিট শেয়ারিং চুক্তি ভিত্তিতে ২০ বিলিয়ন থেকে ২৫ বিলিয়ন ডলার বিনিয়োগ করবে।
বিপি সর্বশেষ পরিস্থিতি নিয়ে মন্তব্য করতে অস্বীকৃতি জানালেও গত মাসে প্রদত্ত এক বিবৃতিতে বলেছিলো, বিপি এবং ইরাক সরকারের মধ্যে কিরকুক তেলক্ষেত্র সংক্রান্ত চুক্তির ব্যাপারে তাৎপর্যপূর্ন অগ্রগতি সাধিত হয়েছে। বিপি’র সাথে এই চুক্তি ইরাক ও আন্তর্জাতিক তেল কোম্পানীর মধ্যে দ্বিতীয় বৃহত্তম চুক্তি।
এর আগে বার্সায় টোটাল এনার্জিস এর সাথে ২৭ বিলিয়ন ডলারের একটি চুক্তি স্বাক্ষরিত হয়। জানা গেছে, বিপি চুক্তি ৪টি তেলক্ষেত্রের পুনর্বাসন এবং প্রাকৃতিক গ্যাসের উন্নয়নের দিকে দৃষ্টিপাত করবে। এই প্রাকৃতিক গ্যাস ইরাকের অভ্যন্তরীন জ্বালানির প্রয়োজনে ব্যবহৃত হবে। চূড়ান্ত চুক্তিসমূহ স্বাক্ষরিত হবে ফেব্রুয়ারীর মাঝামাঝি সময়ে।
চুক্তি শর্তানুযাযী, বিপি কিরকুকের দেড় লাখ ব্যারেল অপরিশোধিত তেল উত্তোলন করবে।
কিরকুক তেলক্ষেত্রসমূহ সম্পর্কে বিপি’র গভীর জ্ঞান রয়েছে। এই কোম্পানী অনেকগুলো কোম্পানীর একটি কনসোর্টিয়ামের সদস্য ছিলো, যারা বিশের দশকে কিরকুকে তেল আবিষ্কার করে। ধারনা করা হচ্ছে, এই এলাকায় ৯ বিলিয়ন ব্যারেল উত্তোলনযোগ্য তেল মজুদ রয়েছে।
২০১৭ সালে বাগদাদ কেআরজি’র নিকট থেকে মজুদ তেলের নিয়ন্ত্রণ গ্রহনে সক্ষম হয়। বিপি তখন তেলক্ষেত্রে তাদের সমীক্ষা পরিচালনা করে।