কুইন ক্যামিলা ও মেয়র লুৎফুরের উপস্থিতিতে

ওয়াপিংয়ে শত মিলিয়ন পাউন্ড বাজেটের নতুন স্কুলের উদ্বোধন

বৃটেনের কুইন ক্যামিলা এবং নির্বাহী মেয়র লুৎফুর রহমান সহ একদল উচ্ছ্বসিত শিক্ষার্থী, স্কুল স্টাফ এবং কমিউনিটির ব্যক্তিবর্গের উপস্থিতিতে টাওয়ার হ্যামলেটসের ওয়াপিং এলাকায় নতুন একটি স্কুলের আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়েছে। ৪ ফেব্রুয়ারি মঙ্গলবার হাইওয়ে সংলগ্ন শত মিলিয়ন পাউন্ড ব্যয়ে নির্মিত এই দৃষ্টিনন্দন স্কুলটি আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়। ১০০ মিলিয়ন পাউন্ড—এর বেশি বাজেটের এই স্কুলকে ভূমি প্রদান ছাড়াও ৫২ মিলিয়ন পাউন্ডের আর্থিক সহায়তা দিয়েছে কাউন্সিল।
মঙ্গলবার সকাল ১১ টায় রানী ক্যামিলা স্কুল প্রাঙ্গণে এসে পৌছালে স্কুলের স্টুডেন্টরা হর্ষোৎফুল্লভাবে তাকে স্বাগত জানায়। তারপর তিনি স্কুলটি ঘুরে দেখেন। এসময় টাওয়ার হ্যামলেটসের নির্বাহী মেয়র লুৎফুর রহমান ও মালবারি স্কুল ট্রাস্টের চীফ এক্সিকিউটিভ ডক্টর ভেনিসা ওগডিন অংশ নেন।
কুইন কর্তৃক আনুষ্ঠানিকভাবে উদ্বোধন হওয়ায় মালবেরি একাডেমি লন্ডন ডক টাওয়ার হ্যামলেটসের শিক্ষার্থীদের জন্য একটি নতুন মাধ্যমিক বিদ্যালয়। এই স্কুলটি শুধু শিক্ষার্থীদের শক্তিশালী শিক্ষার সুযোগ দেওয়ার ওপরই গুরুত্ব দেয় না, বরং সহায়তা ও সমৃদ্ধ অতিরিক্ত পাঠ্যক্রম মূলক কার্যক্রমও প্রদান করে।
কুইন ক্যামিলা বিভিন্ন ক্লাসে শিক্ষার্থীদের সঙ্গে দেখা করেন, যার মধ্যে অন্তর্ভুক্ত ছিল বিজ্ঞান, শিল্পকলা এবং রোবোটিক্স ক্লাস। মার্সিডিজ—বেঞ্জ গ্র্যান্ড প্রিক্স লিমিটেডের মালবেরি এসটিইএম একাডেমির সঙ্গে অংশীদারিত্ব রয়েছে, যেখানে শিক্ষার্থীরা এফ১ রেসিংয়ে রোবটিক্স সম্পর্কে আরও জানতে পারে। তিনি এমনকি একটি ছোট ফর্মুলা ওয়ান রেসেও অংশ নেন, যেখানে সামান্য ব্যবধানে তিনি বিজয়ী হন।
কুইন ক্যামিলা মালবারী একাডেমির নতুন এই স্কুলের বিভিন্ন পারফরমেন্স পর্যবেক্ষণ করেন এবং স্টুডেন্টদের সাথে কথা বলেন। এটি একাডেমিক ৮টি শাখার মধ্যে নতুন হলেও ওয়াপিং এলাকায় প্রথম সেকেন্ডারি স্কুল।
পরে নির্বাহী মেয়র লুৎফুর রহমান স্টুডেন্টদের সামনে নির্ধারিত আলোচক হিসেবে অনুপ্রেরণামূলক বক্তব্য রাখেন। বলেন, “আজ একটি শুভ দিন। বিশেষ করে ওয়াপিং এলাকায় একটি সেকেন্ডারি স্কুল জরুরি ছিল। স্টুডেন্টদের হাইওয়ে পার হয়ে ঝুঁকি নিয়ে স্কুলে আসা যাওয়া করতে হত।”
এসময় মেয়র স্মরণ করেন ২০১২—২০১৩ সালে এই স্কুলের প্রতিষ্ঠার জন্য প্রয়োজনীয় ভূমি নিশ্চিত করার জন্য ডেভেলপারদের সাথে দর কষাকষির সেই দিনগুলোর কথা। জানান, “এই নতুন আধুনিক স্কুলের জন্য প্রয়োজনীয় জমি নিশ্চিত করতে ডেভেলপারের সাথে সাফল্যের সাথে দরকষাকষি এবং স্কুলের উন্নয়নের জন্য আর্থিক সহায়তা প্রদান করতে পেরে আমরা অত্যন্ত গর্বিত।”
মালবারি একাডেমি ট্রাস্টের চীফ এক্সিকিউটিভ ডক্টর ভেনিসা বলেন, “মহামান্য রানীর উপস্থিতি আমাদের স্টুডেন্ট, স্টাফ এবং কমিউনিটির জন্য একটি নিঃসন্দেহে অসাধারণ সম্মান। দিনটি মালবেরি স্কুল ট্রাস্টের জন্য স্মরনীয় হয়ে থাকবে।” তিনি স্কুলের জন্য ভূমি নিশ্চিত করার ক্ষেত্রে নির্বাহী মেয়রের বিশেষ ভূমিকার প্রশংসা করেন।
অনুষ্ঠানে কাউন্সিলের শিক্ষা বিষয়ক কেবিনেট মেম্বার, ডেপুটি মেয়র কাউন্সিলর মাইয়ুম তালুকদার, ট্রাস্টের আটটি স্কুলের প্রতিটির ছাত্র প্রতিনিধি, ট্রাস্টি ও গভর্নররা অংশ নেন।

আরও পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও দেখুন...
Close
Back to top button