‘যুক্তরাষ্ট্র মধ্যপ্রাচ্যে ভুল হিসাব-নিকাশ করছে’
তুরস্কের প্রসিডেন্ট তাইয়িপ এরদোগান বলেছেন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন মধ্যপ্রাচ্য বিষয়ে ভুল হিসাব-নিকাশ করছেন। তিনি বলেন, ইহুদীবাদীদের মিথ্যাচারের প্রতি কর্নপাত শুধুই সংঘাত বৃদ্ধিই করবে। গাজা থেকে ২০ লাখেরও বেশী ফিলিস্তিনীকে বিতাড়ন এবং গাজার নিয়ন্ত্রন নিয়ে এটাকে মধ্যপ্রাচ্যের ‘রিভিয়েরা’ বা সৈকত এলাকায় পরিনত করার ব্যাপারে ট্রাম্পের পরিকল্পনাকে তুরস্ক প্রত্যাখ্যান করেছে বলে তিনি উল্লেখ করেন। তুরস্ক বলেছে, গাজায় ইসরাইলী হামলা গনহত্যায় পৌঁছেছে। দেশটি ইসরাইলী সরকারের বিরুদ্ধে আন্তর্জাতিক পদক্ষেপ গ্রহনের আহ্বান জানায়।
এরদোগান আরো বলেন, দুর্ভাগ্যজনকভাবে যুক্তরাষ্ট্র আমাদের অঞ্চল সম্পর্কে একটি ভুল হিসাব কষছে। কারোর এমন কোন পদক্ষেপ নেয়া উচিত নয়, যা অঞ্চলটির ইতিহাস, মূল্যবোধ এবং সম্মিলনকে অশ্রদ্ধা করে। এরদোগান মালয়েশিয়া, ইন্দোনেশিয়া ও পাকিস্তান থেকে বিমানযোগে ফেরার পথে সাংবাদিকদের উদ্দেশে এমন মন্তব্য করেন।
এরদোগান বলেন যে, তিনি আশা করেন, ট্রাম্প নতুন সংঘাত সৃষ্টির পরিবর্তে শান্তি প্রতিষ্ঠার জন্য তার নির্বাচনী প্রতিশ্রুতির বিষয়টি অনুধাবন করবেন। তিনি আরো বলেন, ইসরাইল ও ফিলিস্তিনী যোদ্ধা গোষ্ঠী হামাসের মধ্যে একটি যুদ্ধবিরতি সত্বেও গাজায় একটি যুদ্ধবিরতির কোন লক্ষন তিনি দেখতে পাচ্ছেন না।
তিনি বলেন, মুসলিম বিশ্ব এখনো এ বিষয়ে একটি ঐক্যবদ্ধ পদক্ষেপ গ্রহনে সক্ষম নয়। লক্ষনীয় যে, প্রেসিডেন্ট এরদোগান, গত ১২ ফেব্রুয়ারী ইন্দোনেশিয়ার বোগোরের প্রেসিডেন্ট প্রাসাদে সাংবাদিকদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন। এ সময় ইন্দোনেশীয়া প্রেসিডেন্ট প্রাবোউয়ো সুবিয়ান্তো উপস্থিত ছিলেন।