‘২০২৪ সাল ছিলো সাংবাদিকতার জন্য সবচেয়ে ভয়ংকর বছর’
৭০ শতাংশ সাংবাদিক হত্যার জন্য ইসরাইল দায়ী
কমিটি টু প্রোটেক্ট জার্নালিস্ট (সিপিজে) বলেছে, ২০২৪ সাল ছিলো সাংবাদিকতার জন্য সবচেয়ে ভয়ংকর বছর। কারণ এ বছরে রেকর্ড ১২৪ জন সাংবাদিক নিহত হয়েছেন গোটা বিশ্বে। এর প্রায় ৭০ শতাংশই নিহত হয়েছেন ইসরাইলের হাতে। সিপিজে বলেছে, গাজায় ইসরাইলের গণহত্যামূলক যুদ্ধে ইসরাইলী সামরিক বাহিনীর হাতে ৮৫ জন সাংবাদিক প্রাণ হারিয়েছেন। এক্ষেত্রে সংস্থাটি ইসরাইলকে এই বলে অভিযুক্ত করেছে যে, এধরনের হত্যার ক্ষেত্রে দেশটি ঘটনার সামান্যই তদন্ত করেছে, এজন্য দায়ভার চাপিয়েছে সাংবাদিকদের ওপর এবং হত্যাকান্ডের জন্য দায়ীদের জবাবদিহিতায় আনার ক্ষেত্রে নিজেদের দায়িত্ব অস্বীকার করেছে।
এ ব্যাপারে মন্তব্য জানতে চাওয়া হলে ইসরাইলী সামরিক বাহিনী দাবি করে যে, কথিত ঘটনার ব্যাপারে তাদেরকে যথেষ্ট তথ্য সরবরাহ করা হয়নি। তাই তাদের পক্ষে এ বিষয়ে পরীক্ষা সম্ভব নয়। বরং তদের দাবি সাংবাদিক ও বেসামরিক লোকজনের ক্ষয়ক্ষতি যাতে হ্রাস করা যায় সেজন্য তারা উপযুক্ত অভিযানিক ব্যবস্থা গ্রহন করেছে।
সিপিজে অনুসারে, ২০২৪ সালে সাংবাদিক ও মিডিয়া কর্মীদের নিহতের সংখ্যা সাম্প্রতিক বছরগুলোর তুলনায় অনেক বৃদ্ধি পেয়েছে।
২০২৩ সালে এই সংখ্যা ছিলো ১০২ এবং ২০২২ সালে ৬৯ জন অবশ্য ২০০৭ সালে রেকর্ড সংখ্যক সাংবাদিকের প্রাণহানি ঘটে। তখন ১১৩ জন সাংবাদিক নিহত হন। এদের বেশীরভাগই ইরাক যুদ্ধে কারনে প্রাণ হারান।
গত বছর সুদান ও পাকিস্তানে দ্বিতীয় সর্বোচ্চ সংখ্যক সাংবাদিক ও মিডিয়াকর্মী মারা যান। সংস্থাটির সিইও জডা গীনসবারগ্ বলেন, বর্তমান সময়টি সিপিজে’র ইতিহাসে সবচেয়ে বিপজ্জনক। গাজার যুদ্ধ সাংবাদিকদের ওপর সাধিত ক্ষয়ক্ষতির ক্ষেত্রে নজিরবিহীন এবং সংঘাতপূর্ন অঞ্চলগুলোতে সাংবাদিকদের সুরক্ষার বৈশ্বিক রীতিনীতির বড়ো ধরনের শোচনীয় দশা, তবে শুধুমাত্র কোন একটি এলাকায় নয়, বিশ্বব্যাপী সাংবাদিকরা ঝুঁকিতে আছেন।
সিপিজে আরো বলেছে, টার্গেটকৃত হত্যার সংখ্যা আশংকাজনক হারে বেড়েছে। গত বছর কর্মরত অবস্থায় কমপক্ষে ২৪ জন সাংবাদিককে হত্যা করা হয়েছে। হাইতি, মেক্সিকো, মিয়ানমার, সুদান ইত্যাদি দেশে এসব হত্যাকান্ড সংঘটিত হয়েছে।