যুক্তরাজ্যে বেকারত্ব ৪.৪ শতাংশ হ্রাস
অফিস ফর ন্যাশনাল স্ট্যাটিসটিক্স (ওএনএস) বলেছে, ২০২৪ সালের ডিসেম্বর মাসে যুক্তরাজ্যে বেকারত্বের হার ৪.৪ শতাংশ হ্রাস পায়। এই হ্রাস প্রান্তিক ওয়ারি হিসেবে ৪.৩ শতাংশ। ওএনএস জানিয়েছে, অর্থনৈতিক নিষ্ক্রিয়তার হার ২১.৫ শতাংশ, যখন বেকারত্বের হার ৭৪.৯ শতাংশ।
লক্ষনীয় যে, ডিসেম্বরে বেকার লোকের সংখ্যা ছিলো ১০ লাখ ৫৬ হাজার। অপরদিকে কর্মরত লোকের সংখ্যা ছিলো ৩ কোটি ৩০ লাখ ৮৫ জন। ওএনএস বলেছে যে, ২০১৩ সালের শেষদিক থেকে এই বেকারত্ব হ্রাসের হার, যখন করোনা মহামারীর সময় বেকারত্বের হার হ্রাস পায়। ২০২১ সালের প্রথম দিক থেকে করোনাপূর্ব মধ্য-২০২২ সাল পর্যন্ত এটা নিম্নগামী ছিলো। অবশ্য তখন থেকে বেকারত্বের হার ব্যাপকভাবে হ্রাস পায়। মধ্য ২০২২ সালে সেটা ছিলো ৩.৬ শতাংশ, ২০২৩ সালের ডিসেম্বরে ৩.৯ শতাংশ এবং ২০২৪ সালের শুরুতে ছিলো ৪.১ শতাংশ।