সীমান্তে এবার গাছে ঝুলছে বাংলাদেশীর লাশ
ভারত-বাংলাদেশ সীমান্তের বেনাপোল চেকপোস্টে এক বৃদ্ধের (৬৫) লাশ গাছের সঙ্গে ঝুলিয়ে রেখেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। অজ্ঞাত পরিচয় ওই বৃদ্ধকে পিটিয়ে হত্যা করা হয়েছে বলে স্থানীয়দের ধারণা।
বৃহস্পতিবার ভোর ৬টায়, ভারতীয় রফদানি গেট থেকে তিন গজ দূরে একটা মেহেগনি গাছের সঙ্গে গলায় ফাঁস লাগানো অবস্থায় ওই বৃদ্ধের লাশ ঝুলে থাকতে দেখেন স্থানীয়রা।
মৃতদেহটি ঝুলানোর ধরণ এবং দড়ির প্রকৃতি দেখে স্থানীয়রা ধারণা করছেন, বিএসএফই ওই বৃদ্ধকে হত্যা করে তার লাশ গাছে ঝুলিয়ে রেখেছে।
যশোর ২৬ বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) চেকপোস্ট ক্যাম্পের ইনচার্জ নজরুল ইসলাম বৃহস্পতিবার সকালে জানান, চেকপোস্ট বিজিবি ক্যাম্পের ১০ গজ পিছনে ভারতীয় কাঁটাতারের বেড়া থেকে মাত্র দুই গজ দূরে একটা মেহেগনি গাছের ডালের সঙ্গে এক বৃদ্ধকে কে বা কারা হত্যা করে ঝুলিয়ে রেখেছে।
তিনি বলেন, “ঘটনাস্থলের বিপরীতে সবসময় বিএসএফ ডিউটিতে থাকে। তাদের নিরাপত্তা বেস্টনির এত কাছে কিভাবে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে তা বুঝতে পারছি না”