দ্যা সানরাইজ টুডে‘র তৃতীয় জার্নালিস্ট অ্যাওয়ার্ডস সম্পন্ন

লাইফটাইম অ্যাচিভমেন্ট, সাংবাদিকতায় এবং সাইন্স এন্ড টেকনোলজিতে মোট ১০ জনকে এ অ্যাওয়ার্ডস প্রদান করা হয়

বৃটেনের বাংলা মিডিয়ার প্রথম বাই ল্যাঙ্গুয়াল অনলাইন দ্যা সানরাইজ টুডে‘র তৃতীয় জার্নালিস্ট অ্যাওয়ার্ডস সম্পন্ন হয়েছে। বাংলা মিডিয়ার সাংবাদিকদের সম্মাননা জানানোর বর্ণাঢ্য এ আয়োজনে ব্রিটেনের বিভিন্ন সিটি থেকে প্রায় সাড়ে চার শতাধিক আমন্ত্রিত অতিথি অংশগ্রহণ করেন।
সাংবাদিক, কমিউনিটি নেতৃবৃন্দ, রাজনীতিবিদ, আইনজীবী, বিভিন্ন পেশাজীবী’র উপস্থিতিতে ব্রিটিশ বাংলা মিডিয়ার এ অ্যাওয়ার্ডস অনুষ্ঠানটি মিলন মেলায় পরিণত হয়। এবারের অ্যাওয়ার্ডস অনুষ্ঠানটি জুলাই বিপ্লবের মহান শহীদ ও আহতদের প্রতি উৎসর্গ করা হয়।
এ বছর লাইফটাইম অ্যাচিভমেন্ট একজন, সাংবাদিকতায় ৮ জন এবং সাইন্স এন্ড টেকনোলজিতে ১ জন বিজ্ঞানীসহ মোট ১০ জনকে এ অ্যাওয়ার্ডস প্রদান করা হয়।
দ্যা সানরাইজটুডের চেয়ারম্যান ওয়াজিদ হাসান সেলিম বিইএম এর সভাপত্বিতে কমিউনিটি পার্সোনালিটি, ক্যানারিয়ার্ফ গ্ৰুপের সাবেক ডাইরেক্টর (কমিউনিটি এফেয়ার্স) ডক্টর জাকির খানের উপস্থাপনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন অ্যাওয়ার্ডস ফাউন্ডার ও দ্যা সানরাইজটুডের সম্পাদক এনাম চৌধুরী। টাইটেল স্পন্সর ইউরোফুড গ্ৰুপের ফাউন্ডার চেয়ারম্যান সেলিম হোসাইন এমবিই’র পক্ষে সায়ীদ আলী।
উপস্থিত ছিলেন অনুষ্ঠানের এসোসিয়েট স্পন্সর ‘ফ্রিডম এয়ারলাইন্স ও টেক পারফিউমস’ এর ফাউন্ডার চেয়ারম্যান ক্যাপ্টেন তাসবিরুল আহমেদ চৌধুরী, প্রাইভেট মেডিকেল ‘মাইওয়েলবিং ক্লিনিক’ এর কো-ফাউন্ডার ডাঃ হায়দার বলাত, ইউরো ফুডস গ্ৰুপের হেড অব মার্কেটিং আনিসা হোসাইন।
অ্যাওয়ার্ডস স্পন্সর ছিলেন, তরক মুসলিম সেন্টারের চেয়ারম্যান কমিউনিটি ব্যক্তিত্ব ডক্টর সিরাজ আলী, বিবিসিএ’র প্রেসিডেন্ট ও কারপ্লানেট এর ম্যানেজিং ডাইরেক্টর তফজ্জুল মিয়া, হিউম্যান আপিল এর সিনিয়র এনগেজমেন্ট লীড অফিসার আমিলা বেগম, পে-টেপ এর ফাউন্ডার ম্যানেজিং ডাইরেক্টর শাহেদ উদ্দিন, সিটি অব লন্ডন কলেজ এর ডাইরেক্টর জাহিদ বালোচ, লন্ডন এন্টার প্রাইজ একাডেমির প্রিন্সিপাল আশিদ আলী, ইমরান এন্ড কোং এর ম্যানেজিং ডাইরেক্টর সলিসিটর ইমরান হোসাইন, ফাইনান্সিয়াল কনসালটেন্ট বিনিকোর ম্যানেজিং ডাইরেক্টর মুস্তাফিজুর রহমান, সরকার সলিসিটর এর প্রিন্সিপাল সলিসিটর আব্দুল হালিম সরকার ও ব্রিটিশ মার্কেট প্লেসের ডাইরেক্টর রাসেল হোসাইন।
এ বছর দ্যা সানরাইজ টুডে জার্নালিস্ট অ্যাওয়ার্ডস-২০২৫ এ লাইফ টাইম অ্যাচিভমেন্ট পেয়েছেন প্রবীণ সাংবাদিক ও কমিউনিটি ব্যক্তিত্ব কে এম আবু তাহের চৌধুরী এবং সাইন্স এন্ড টেকনোলজিতে কুইন মেরি ইউনিভার্সিটির প্রফেসর ও বিশ্বের ক্ষুদ্র ড্রোন আবিস্কারক প্রফেসর ডক্টর হাসান শাহিদ।
এ ছাড়াও সাংবাদিকতায় নিজেদের অসামান্য অবদানের স্বীকৃতি হিসেবে লন্ডন-বাংলা প্রেসক্লাবের সেক্রেটারী ও সাপ্তাহিক দেশ সম্পাদক তাইসির মাহমুদ, সাপ্তাহিক সুরমার সম্পাদক শামসুল আলম লিটন, বিশিষ্ট সাংবাদিক ও সাপ্তাহিক ইউরো-বাংলা সাবেক সম্পাদক আব্দুল মুনিম জাহেদী ক্যারল, সিনিয়র সাংবাদিক ও লন্ডন বাংলা প্রেসক্লাবের সাবেক সহ-সভাপতি রহমত আলী, এটিএন বাংলা ইউকের সিনিয়র রিপোর্টার মোস্তাক আলী বাবুল, সিনিয়র নিউজ প্রেজেন্টার ডাক্তার জ্যাকি রিজওয়ানা আনোয়ার, আই টিভির সিনিয়র সাংবাদিক সৈয়দ মাহাথির পাশাকে অ্যাওয়ার্ড প্রদান করা হয়।
দ্যা সানরাইজটুডে’র নির্বাহী সম্পাদক আইটি স্পেশালিস্ট নোমান আহমদ, সিনিয়র রিপোর্টার হাসনাত চৌধুরী ও ফজলু মিয়া’র তত্বাবধানে অনুষ্ঠানে উপস্থিত অতিথিদের স্বাগত জানান চেয়ারম্যান ওয়াজিদ হাসান সেলিম বিইএম ও সম্পাদক এনাম চৌধুরী।
ছিলেন হাউজ অব লর্ডস এর সদস্য ব্যারোনেস পলা মঞ্জিলা উদ্দিন, বিশিষ্ট শিক্ষাবিদ ও লেখক প্রফেসর ডক্টর আব্দুল বারী এমবিই, যুক্তরাজ্য সফররত বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা বিশিষ্ট শিক্ষাবিদ ডক্টর এনামুল হক চৌধুরী, বাংলাদেশ হাইকমিশনের কাউন্সিলর ডিপ্লোমেটিক এন্ড প্রেসউইং (ভারপ্রাপ্ত প্রেসমিনিস্টার) মৌমিতা জীনাত, প্রবীণ কমিউনিটি ব্যক্তিত্ব, ব্রিটিশ-বাংলাদেশ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্টিজ এর সাবেক প্রেসিডেন্ট প্রফেসর শাহগির বখত ফারুক, গ্রেটার সিলেট ডেভেলপমেন্ট এন্ড ওয়েলফেয়ার কাউন্সিলের চেয়ারপার্সন ব্যারিস্টার আতাউর রহমান, ব্রিটিশ-বাংলাদেশ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্টিজ এর প্রেসিডেন্ট রফিক হায়দার, লন্ডন বাংলা প্রেসক্লাবের প্রেসিডেন্ট মুহাম্মদ জুবায়ের, বার্কিং এন্ড ডেগেনহামের সিভিক মেয়র কাউন্সিলর মঈন কাদেরী, নিউহাম কাউন্সিলের চেয়ার কাউন্সিলর রহিমা রহমান, এনটিভি ইউরোপের সিইও সাবরিনা হোসাইন, বাংলাদেশ ক্যাটারার্স এসোসিয়েশনের প্রেসিডেন্ট অলি খান, সাবেক প্রেসিডেন্ট এম এ মুনিম, জামায়াতে ইসলামী ইউরোপের মুখপাত্র ব্যারিস্টার আবু বাকার মোল্লা, বিশিষ্ট আইনজীবী ও সাবেক কাউন্সিলর ব্যারিস্টার নাজির আহমেদ, ইমাম ও ব্রডকাস্টার আজমল মাসরুর, বিশিষ্ট আইনজীবী ব্যারিস্টার নজরুল ইসলাম, সাবেক কাউন্সিলর ও বিশিষ্ট আইনজীবী ব্যারিস্টার মুহাম্মদ খালেদ নূর, সিলেট মহানগর জামায়াতের সাবেক সেক্রেটারি সিরাজুলনইসলাম শাহীন, সাপ্তাহিক জনমতের এসিস্টেন্ট এডিটর মুসলেহ উদ্দিন আহমেদ, টাওয়ার হেমলেট্স কাউন্সিলের কমিউনিটি সেফটি এনগেজমেন্ট লীড মেম্বার কাউন্সিলর আবু তালহা চৌধুরী, ব্রিটিশ-বাংলাদেশ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্টিজ এর ফাইনান্স ডাইরেক্টর ও হিলসাইড ট্রাভেলস এর ম্যানেজিং ডাইরেক্টর হেলাল খান, টাওয়ার হেমলেট্স কাউন্সিলের মিডিয়া কর্মকর্তা সিনিয়র সাংবাদিক মাহবুব রহমান, ইস্ট লন্ডন মস্ক এন্ড লন্ডন মুসলিম সেন্টারের সাবেক ডাইরেক্টর দেলোয়ার খান, লন্ডন বাংলা প্রেসক্লাবের ভাইস প্রেসিডেন্ট ও সাপ্তাহিক বাংলাপোস্টের সম্পাদক ব্যারিস্টার তারেক চৌধুরী, রেডব্রিজ কাউন্সিলের কাউন্সিলর ফয়জুর রহমান, কাউন্সিলর সদরুজ্জান খান, বাংলাদেশ খেলাফত মজলিশ ইউকের সেক্রেটারি মুফতি মাওলানা সালেহ আহমেদ, ডেভেলপমেন্ট কাউন্সিল ফর বাংলাদেশীজ ইন ইউকের চেয়ারপার্সন শিক্ষাবিদ মুহাম্মদ মনির হোসাইন , প্রবাসী বালাগঞ্জ-ওসমানীনগর এডুকেশন ট্রাস্ট এর সাবেক চেয়ারম্যান প্রফেসর মাসুদ আহমেদ, টাওয়ার হেমলেট্স কাউন্সিলের সাবেক স্পিকার কাউন্সিলর শাফি আহমেদ, সাবেক স্পিকার আহবাব হোসেন, কাউন্সিলর কামরুল হাসান মুন্না, ইউরো ফুডস গ্রুপ’এর ডিজাইনার ইকবাল হোসাইন, ব্রিটিশ-বাংলা ওয়েলফেয়ার ট্রাস্টের সিইও নাবিলা জামানসহ সাংবাদিক, সাহিত্যিক বিভিন্ন কমিউনিটি সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে প্রবীণ সাংবাদিক ও কমিউনিটি ব্যক্তিত্ব কে এম আবু তাহের চৌধুরীর হাতে লাইফ টাইম এচিভমেন্ট অ্যাওয়ার্ড ও সার্টিফিকেট তুলে দেন প্রবীণ কমিউনিটি ব্যক্তিত্ব, ব্রিটিশ বাংলাদেশ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্টির সাবেক প্রেসিডেন্ট প্রফেসর শাহগির বখত ফারুক, সানরাইজ টুডে’র চেয়ারম্যান ওয়াজিদ হাসান, ইস্ট লন্ডন মস্ক ট্রাস্টের সাবেক ডাইরেক্টর দিলওয়ার খান, কমিউনিটি ব্যক্তিত্ব মঈন উদ্দিন আনসারসহ সানরাইজ পরিবারের সদস্যবৃন্দ।
অনুষ্ঠানে বক্তারা বলেন, কমিউনিটির সুখ-সাফল্য, চাওয়া-পাওয়ার বিষয় গুলোকে সংবাদ হিসেবে দেশের মানুষের সামনে যারা নিয়ে আসেন তারা হলেন সম্মানিত সাংবাদিক বা গণমাধ্যম কর্মী। নিজেদের মেধা ও যোগ্যতা দিয়ে প্রত্যেকটি ভালো খবর সমাজকে তারা নিঃস্বার্থ সমাজ, দেশ ও জাতির কাছে পৌঁছে দেন। তাদেরকে সম্মানিত করা আমাদেরও নৈতিক দ্বায়িত্ব। বক্তারা দ্যা সানরাইজ টুডে’র উদ্যোগকে সাহসী ও সময়োপযোগী উল্লেখ করে বলেন, সানরাইজ এ আয়োজনের মাধ্যমে কমিউনিটির দ্বায়বদ্ধতা পুরোনোর পথে অগ্রসর হলো।
দ্যা সানরাইজ টুডে’র চেয়ারম্যান ওয়াজিদ হাসান বিইএম বলেন, সাংবাদিকদের জন্য এ অ্যাওয়ার্ডস অনুষ্ঠানটি আমাদের সামাজিক দ্বায়িত্বের অংশ হিসেবে উদ্যোগ নিয়েছি। আমরা চাই সমাজের জন্য যারা নিঃশর্ত ভাবে কাজ করেন তারা যেন সঠিক ভাবে সম্মানিত হন।
দ্যা সানরাইজ টুডে’র সম্পাদক এনাম চৌধুরী তৃতীয় জার্নালিস্ট অ্যাওয়ার্ডস এবং ১৫ বছর পূর্তি অনুষ্ঠানকে ৩৬ জুলাই বিপ্লবের শহীদ ও আহতদের প্রতি উৎসর্গ করে বলেন, আমরা গণতন্ত্র, সুশাসন ও মানুষের অধিকার রক্ষায় লিখনীর মাধ্যমে লড়াই করেছি।মানুষের জন্য যে নির্মুহ ভাবে যে অগ্রজরা কাজ করেন তাদের সম্মান জানাতে দ্যা সানরাইজ টুডে’র অ্যাওয়ার্ডস আয়োজনকে আমরা কর্তব্য হিসেবে উদ্যোগ নিয়েছি।

আরও পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও দেখুন...
Close
Back to top button