মেয়েদের জন্য সবচেয়ে বড় বিশ্ববিদ্যালয় হচ্ছে সৌদি আরবে
মেয়েদের জন্য সবচেয়ে বড় বিশ্ববিদ্যালয় খুলতে চলেছে সৌদি আরব। প্রিন্সেস নোরা বিনতে আবদুর রহমান ইউনিভার্সিটি (পিএনএউ) নামের এই বিশ্ববিদ্যালয়ের রিয়াদ ক্যাম্পাসেই গড়ে উঠছে এর ক্যাম্পাস। জানা গেছে, একসঙ্গে ৬০ হাজার ছাত্রী পড়াশুনো করার সুযোগ পাবে এখানে।
মেয়েদের অধিকার নিশ্চিত করার পথে সৌদি আরবকে আরও এক ধাপ এগিয়ে দিল বিশ্ববিদ্যালয়ের এই অভিনব উদ্যোগ।
বিশ্বদ্যািলয়টির স্থাপত্য ও পঠনপাঠনের ক্ষেত্রেও থাকবে বেশ কিছু জরুরি পরিকল্পনা। ছাত্রীরা যাতে আন্তর্জাতিক মানের পাঠ্যক্রমের সঙ্গে পরিচিত হতে পারে কর্তৃপক্ষের তরফে থাকবে সেই চেষ্টা। সবক্ষেত্রেই নতুন চিন্তা ভাবনাকে গুরুত্ব দিতে চান বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। তাই পার্কিনস প্লাস উইল-র মতো প্রখ্যাত ডিজাইনার সংস্থাকে দিয়ে ঢেলে সাজানো হয়েছে বিশ্ববিদ্যালয় চত্বর।
কেমন দেখতে হবে এই বিশ্ববিদ্যালয়? কর্তৃপক্ষ জানালেন, পঠনপাঠনের পাশাপাশি থাকবে হাল ফ্যাশনের উদ্যান, ঝাঁ-চকচকে চেয়ার টেবিল। ব্যপক পরিমাণ ছাত্রীরা যাতে দরকারে খোলা পরিবেশে ক্লাস শুনতে পারে তাই তৈরি করা হয়েছে ভিশ্যুয়াল সেট-আপও। ছাত্রীদের অসুস্থতার কথা ভেবে চত্বরের ভেতরেই তৈরি করা হয়েছে চিকিত্সাকেন্দ্র।