‘মুসলিম দেশসমূহের ভেটো ক্ষমতা থাকতে হবে’
বৈশ্বিক সিদ্ধান্ত গ্রহনে মুসলিম প্রতিনিধিত্বের আহ্বান জানিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়িপ এরদোগান। তিনি বলেন, যদিও বিশ্বের জনসংখ্যার এক চতুর্থাংশই মুসলিম, কিন্তু প্রধান প্রধান সংস্থাসমূহে তাদের কন্ঠস্বরের ঘাটতি বিদ্যমান। এরদোগান জাতিসংঘের নিরাপত্তা পরিষদে একটি মুসলিম দেশকে ভেটো দানের ক্ষমতা প্রদানের দাবি পুনর্ব্যক্ত করেন।
তিনি এটাকে এখন আর শুধুমাত্র প্রয়োজন নয়, বর ‘সম্পূর্ন বাধ্যতামূলক’ বলে উল্লেখ করেন। রমজান উপলক্ষে প্রদত্ত এক ভাষনে তুর্কী নেতা এই মন্তব্য করেন। তিনি ‘এই বিশ্ব পাঁচের চেয়ে বড়ো’ তাঁর এই সুপরিচিত শ্লোগানের মাধ্যমে জাতিসংঘ সিস্টেমকে সংস্কারের উপর্যুপরি আহ্বান জানান।
এই শ্লোগানের মাধ্যমে তিনি জাতিসংঘ নিরাপত্তা পরিষদের ৫ টি স্থায়ী সদস্য দেশের প্রতি ইংগিত করেন। দেশগুলো হচ্ছে, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ফ্রান্স, রাশিয়া ও চীন।
এরদোগান এসব দেশের বিরুদ্ধে বিশ্বের ক্ষমতা বন্টনের চেয়ে তারা নিজেদের মধ্যে ক্ষমতা সংহত করছে বলে অভিযোগ করে আসছেন।
তিনি বলেন, পাঁচটি স্থায়ী সদস্য দেশ ন্যায় প্রতিষ্ঠার পরিবর্তে নিয়ন্ত্রন কেন্দ্রীভূতকরনের দ্বারা বৈশ্বিক সমস্যাবলী ধামাচাপা দেয়ার চেষ্টা করে আসছে। তিনি এই বলে হুঁশিয়ার করে দেন যে, যতোদিন এসব পরিবর্তন প্রতিরোধের চেষ্টা অব্যাহত থাকবে ততোদিন বৈশ্বিক সংকটসমূহ বৃদ্ধি পেতে থাকবে।
তুর্কী প্রেসিডেন্ট আন্তর্জাতিক সংস্থাসমূহের প্রতি মানুষের আস্থা হ্রাসের ব্যাপারেও উদ্বেগ প্রকাশ করেন। তিনি বলেন যে, বৈশ্বিক নিরাপত্তা ব্যবস্থার প্রতি আস্থা যতোই হ্রাস পাবে, এমন একটি বিপজ্জনক পরিস্থিতির দিকে যাবে, যেখানে সহযোগিতার ওপরে স্বার্থপরতা আধিপত্য বিস্তার করবে এবং এক ধরনের জংলী আইনের দ্বারা আন্তর্জাতিক রীতিনীতি প্রতিস্থাপিত হবে।
তিনি এই বলে যুক্তি দেখান যে, দুর্বল দেশগুলোর ওপর শক্তিশালীদের আধিপত্য মারাত্মক অন্যায়ের দিকে পরিচালিত করছে, যা নির্যাতিত ও প্রান্তিক জনগোষ্ঠীর জন্য তাদের অধিকার দাবির পথগুলো পদ্ধতিগতভাবে বন্ধ করে দেবে। এরদোগানের মন্তব্য তুরস্কের সেই দীর্ঘদিনের দাবির প্রতিধ্বনি যাতে দ্বিতীয় বিশশ্বযুদ্ধ পরবর্তী কাঠামো বহাল রাখার পরিবর্তে বর্তমান বিশ্বের বাস্তবতার নিরিখে সংস্কারের দাবির অবস্থান প্রতিফলিত।