ফিলিস্তিনে এক-রাষ্ট্রীয় সমাধান গ্রহনযোগ্য হবে না
যুক্তরাজ্যস্থ সৌদী আরবের রাষ্ট্রদূত প্রিন্স খালিদ বিন বান্দার ফিলিস্তিন ইস্যু নিয়ে দেশটির অবস্থান পুনরায় নিশ্চিত করছেন। তিনি বলেন, ফিলিস্তিন সমস্যা সমাধানে দ্বি-রাষ্ট্রীয় পন্থাই একমাত্র গ্রহনযোগ্য সমাধান।
সম্প্রতি সম্পাদকদের সাথে আলোচনাকালে বান্দার এটা স্পষ্ট করেন যে, সৌদী আরব এক-রাষ্ট্রীয় কোন সমাধানের মতবাদ প্রত্যাখ্যান করে। তিনি বলেন, আমাদের সোজা সাপ্টা বক্তব্য হচ্ছে, ফিলিস্তিনের কোন এক-রাষ্ট্রীয় সমাধান নেই। আমাদের উদ্বেগের বিষয় হচ্ছে,কোন সমৃদ্ধি অর্জনের জন্য একটি পদ্ধতি হিসেবে গাজার জনগনকে স্থানান্তরিত করা হবে, এটা আমরা চাইনে।
আগামী ৪ মার্চ মিশরের রাজধানী কায়রোতে অনুষ্ঠিতব্য জরুরী আরব সম্মেলনের প্রাক্কালে তিনি এই মন্তব্য করেন। সম্মেলনে অংশ নেবেন জিসিসি দেশসমূহ, জর্ডান ও মিশরের নেতৃবৃন্দ। সম্মেলনে ফিলিস্তিনের সহায়তা প্রচেষ্টা, গাজার উন্নয়ন এবং বিস্তৃততর আঞ্চলিক বিষয়ে আলোকপাত করা হবে।
যুক্তরাষ্ট্র কর্তৃক গাজার দখল নেয়া, গাজার অধিবাসীদের বিতাড়ন ও উপত্যকাটিকে ‘মধ্যপ্রাচ্যের রিভিয়েরা’ হিসেবে প্রতিষ্ঠার ব্যাপারে ট্রাম্পের পরিকল্পনার প্রতিক্রিয়ায় এই আরবলীগ সম্মেলন আয়োজন করা হয়েছে।
এসব দেশের নেতৃবৃন্দ ট্রাম্পের এই পরিকল্পনার তীব্র নিন্দা জানিয়েছেন। কায়রো সম্মেলনে তারা একটি আনুষ্ঠানিক প্রতিক্রিয়া ব্যক্ত করবেন বলে প্রত্যাশা করা হচ্ছে।
প্রিন্স খালিদ বলেন, আমি ফিলিস্তিন সমস্যা সমাধানে একটি আশার আলো দেখতে পাচ্ছি। কারন মোটামুটি সকল দেশই শান্তির জন্য আবশ্যক একই জায়গায় এসে উপনীত হয়েছে।
যা-ই হোক, তিনি এক্ষেত্রে ইসরাইলের সম্পৃক্ততার ঘাটতিকে একটি প্রধান প্রতিবন্ধকতা হিসেবে দেখতে পাচ্ছেন বলে উল্লেখ করেন।
তিনি আরো বলেন, এই প্রথমবারের মতো খোলামেলাভাবে আমাদের সবচেয়ে বড়ো ইস্যু নিয়ে ইসরাইলের মুখোমুখি হচ্ছি। তেল আবিবের সরকার বুঝতে পারছে একটি সমাধান থেকে সরে আসার কোন জায়গা নেই।
তিনি বলেন, কায়রো সম্মেলন হবে একটি খুব ভালো দৃষ্টান্ত। আমরা বিশ্বে আমাদের অংশে যা ঘটেছে তার দায়িত্ব নেয়ার সিদ্ধান্ত নিয়েছি। আমাদের নিজেদেরই আমাদের সমস্যার সমাধান খুঁজে বের করতে হবে এবং আমরাই এটা বিশ্বের কাছে নিয়ে যাবো এবং আমার ধারণা বিশ্ব আমাদের সাথে আসবে।