হামিদ প্যাটেল অফস্টেড এর অন্তর্বর্তীকালীন সভাপতি
যুক্তরাজ্যে শিক্ষা বিষয়ক পর্যবেক্ষক সংস্থা ‘অফস্টেড’ এর অন্তবর্তীকালীন সভাপতি মনোনীত হয়েছেন স্টার একাডেমীস এর প্রধান নির্বাহী স্যার হামিদ প্যাটেল। ড্যাম ক্রিস্টিন রিয়ানের একজন স্থায়ী উত্তরসূরী মনোনীত হওয়ার পূর্ব পর্যন্ত তিনি এই দায়িত্ব পালন করবেন। হামিদ প্যাটেল ২০১৯ সালে অফস্টেড বোর্ডে যোগদান করেন। সংস্থাটির একজন নতুন সভাপতি নিযুক্ত না হওয়া পর্যন্ত ৫ মাস সময় পর্যন্ত তিনি এর সভাপতির দায়িত্ব পালন করবেন।
গত বছর নভেম্বরে সংস্থাটির সভাপতি ড্যাম ক্রিস্টিন ঘোষনা করেন যে, তিনি চলতি বছর তার পদ ছেড়ে দেবেন। তিনি সাড়ে ৪ বছর এই পদে দায়িত্ব পালন করেন। শিক্ষামান এবং ছেলেমেয়েদের সেবা ও দক্ষতা বিষয়ক অফিস ‘অফস্টেড’ হচ্ছে একটি নন-মিনিস্টারিয়েল ডিপার্টমেন্ট, যা যুক্তরাজ্যে স্কুলের মতো সকল শিক্ষা সেবাসমূহের দেখভাল করে থাকে।
স্টার একাডেমীস হচ্ছে একটি মাল্টি একাডেমী ট্রাস্ট, যা যুক্তরাজ্যে ৩৬ টি ফ্রি স্কুল ও একাডেমী পরিচালনা করে থাকে। এই ট্রাস্টের অধীনে রয়েছে ১৯ টি মাধ্যমিক স্কুল ও ৯ টি প্রাথমিক স্কুল (অধিকাংশই মুসলিম)।
স্যার হামিদের নেতৃত্বে স্টার একাডেমীস ইংল্যান্ডের একটি অন্যতম ট্রাস্ট, যার অধীনে রয়েছে দেশটির কয়েকটি শীর্ষস্থানীয় স্কুল। ২০১৯ সালে সরকারের কর্মকান্ড সূচী অনুযায়ী, স্টার স্কুলসমূহ জাতীয় পর্যায়ে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকার করে।
যা-ই হোক, স্টার একাডেমীস পরিচালিত স্কুলের অনেকগুলো ব্রিটিশ আর্মির সাথে ঘনিষ্টভাবে জড়িত বলে মুসলিম পিতামাতাদের অভিযোগ। স্টার একাডেমীসের দায়িত্ব পালন ছাড়াও হামিদ প্যাটেল আরো কিছু পদে দায়িত্ব পালন করছেন। তিনি ন্যাশনাল ইনস্টিটিউট অব টিচিং এর সহ-সভাপতি, কেবিনেট অফিসের ইন্ডিপেন্ডেন্ট এডুকেশন অনার্স কমিটি এবং কনফেডারেশন অব স্কুল ট্রাস্টস এর সভাপতি। এছাড়া তিনি বার্মিংহ্যাম ইউনিভার্সিটির একজন অনারারি অধ্যাপক।
শিক্ষাক্ষেত্রে তার ব্যাপক অবদানের কারনে ২০১৫ সালে তাকে সিবিই খেতাবে অভিহিত করা হয়। ২০২১ সালে প্রদান করা হয় নাইটহুড খেতাব। এসবই ব্রিটিশ এডুকেশনের একজন নেতৃস্থানীয় ব্যক্তি হিসেবে তার মর্যাদা প্রতিষ্ঠিত করে।