মুসলিমদের সম্মানে স্টার্মারের ইফতার পার্টি
সম্প্রতি মুসলিমদের একটি গ্রুপ যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কেইর স্টার্মারের সাথে ইফতার পার্টিতে অংশগ্রহন করেন। ডাউনিং স্ট্রিটে এই পার্টির আয়োজন করা হয়।
মুসলিম গ্রুপের একজন ছিলেন ইমাম আদম কেলউইক, যিনি অনুষ্ঠানে প্রার্থনা পরিচালনা করেন। তিনি জানান, তিনি সেখানে গিয়েছিলেন গাজার জনগনের অব্যাহত দুর্ভোগের বিষয়ে সচেতনতা সৃষ্টির উদ্দেশ্যে।
স্টার্মার ও তার লেবার পার্টি গাজায় গনহত্যার সময় ইসরাইলের কট্টর সমর্থক ছিলেন, যা ব্রিটিশ মুসলিম কমিউনিটির কঠোর সমালোচনা সৃষ্টি করে। কেলইউক বলেন, স্টার্মার অবশ্য ফিলিস্তিনীদের দুর্ভোগের বিষয়টি এবং তাদের জন্য যুক্তরাজ্যের লোকজনের বেদনাবোধের বিষয়টি স্বীকার করেছেন। ইমাম কের্লউইক আরো বলেন, প্রধানমন্ত্রী স্টার্মার ইফতার অনুষ্ঠানে উপস্থিত মুসলিমদের পাতে নিজ হাতে খেজুর তুলে দেন, যাতে তারা রোজা ভঙ্গ করতে পারেন।
প্রধানমন্ত্রী স্টার্মার তার নিজের সোশ্যাল মিডিয়ায় বলেন: আজ রাতে আমরা আমাদের দেশের সবচেয়ে অনুপ্রেরনাদায়ী তরুন ব্রিটিশ মুসলিমদের রামাদানের এক ইফতারে স্বাগত জানাই। যখন আপনি আপনার উপবাস ভঙ্গ করেন তখন এতে যোগ দেয়া একটি সম্মানের বিষয়।