গাজায় যুদ্ধাপরাধের জন্য ১০ জন ব্রিটিশ নাগরিককে অভিযুক্ত করেছেন আইনজীবিরা
অবরুদ্ধ গাজায় বেসামরিক ফিলিস্তিনীদের উপর হামলায় অংশ নেওয়ার অভিযোগে ১০ ব্রিটিশ নাগরিকের বিরুদ্ধে অভিযোগ এনেছেন যুক্তরাজ্যের শীর্ষস্থানীয় মানবাধিকার আইনজীবিরা। লন্ডন মেট্রোপলিটন পুলিশের কাছে তাদের বিরুদ্ধে যুদ্ধাপরাধের লিখিত অভিযোগ জমা দেন তারা।
২৪০ পৃষ্ঠার এই প্রতিবেদনের সংকলনকারী হচ্ছেন মাইকেল ম্যানস্ফিল্ড ও অন্যান্য আইনজীবি। প্রতিবেদনটি গত সোমবার হেগে জমা দেয়া হয়। প্যালেস্টাইন সেন্টার ফর হিউম্যান রাইটস্ (পিসিএইচআর) এবং ব্রিটেন ভিত্তিক পাবলিক ইন্টারেস্ট ল’ সেন্টারের (পিআইএলসি) পক্ষ থেকে প্রতিবেদনটি দাখিল করা হয়েছে। তারা গাজার ফিলিস্তিনী ও যুক্তরাজ্যের প্রতিনিধিত্বকারী।
বর্নিত ১০ জন ব্রিটিশ নাগরিককে যুদ্ধাপরাধ ও মানবতাবিরোধী অপরাধের অভিযুক্ত করা হয়েছে। পিসিএইচআর কর্তৃক সংগৃহীত জবানবন্দীতে ইসরাইলী হামলায় নিহতদের একজন আত্মীয় বলেন, আমি যা দেখেছি, তা সহ্য করার মতো নয়। রক্তাক্ত মৃতদেহগুলো ছড়িয়ে ছিটিয়ে পড়েছিলো।
এই প্রতিবেদনে টার্গেটকৃত বেসামরিক লোকজন ও ত্রানকর্মী হত্যাসহ অভিযোগসমূহের ব্যাপারে জরুরী ভিত্তিতে তদন্তের আহ্বান জানানো হয়েছে। এই প্রতিবেদনে পূর্নাঙ্গ, গবেষনাকৃত ও নিরেট প্রমানাদি উপস্থাপন করা হয়েছে এসব গুরুতর অপরাধের বিষয়ে।
প্রতিবেদনে ১০ ব্যক্তিকে শনাক্ত করা হয়েছে, যাদের নাম জনসমক্ষে প্রকাশ করা হয়নি। এদের মধ্যে কয়েকজনের ইসরাইলী নাগরিকত্বও রয়েছে। লন্ডনের স্কটল্যান্ড ইয়ার্ড থেকে সংবাদ প্রদানকারী আল জাজিরা’র জোনাহ হাল বলেন, প্রতিবেদনটি এখনো জনসমক্ষে প্রকাশ করা হয়নি আইনগত কারনে। প্রতিবেদনে ঐতিহাসিক স্থাপনা ও ধর্মীয় স্থানসমূহসহ সংরক্ষিত জায়গাগুলোতে সমন্বিত হামলা এবং বলপূর্বক স্থানান্তর ও বাস্তুচ্যুতির অভিযোগ আনা হয়েছে সন্দেহভাজনদের বিরুদ্ধে।
ব্রিটিশ নিউজ পেপার দ্য গার্ডিয়ান সূত্রে এ তথ্য জানা গেছে। প্রতিবেদনে আরো বলা হয়, যুক্তরাজ্য আন্তর্জাতিক আইনের অধীনে এ বিষয়ে তদন্ত ও দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহনে দায়বদ্ধ।