ব্যবসা উন্নয়নে যুক্তরাজ্য-সৌদী আরব অবকাঠামো চুক্তি করছে
সৌদী আরব ও যুক্তরাজ্য পারস্পরিক অর্থনৈতিক সহযোগিতা বৃদ্ধির লক্ষ্যে একটি নতুন কৌশলগত অংশীদারিত্ব গড়ে তোলার উদ্যোগ গ্রহন করেছে। ব্রিটিশ অর্থনৈতিক ও পেশাগত সেবা প্রতিষ্ঠানসমূহ এবং সৌদী আরবের টেকসই অবকাঠামো উন্নয়নকারীদের মধ্যে সহযোগিতাকে আরো গভীর করার লক্ষ্যে এই চুক্তির উদ্যোগ গ্রহন করা হয়েছে।
গত রোববার এই নতুন কৌশলের বিষয়টি ঘোষনা করা হয়। চুক্তিটির কথা ঘোষনা করেন সৌদী বিনিয়োগ মন্ত্রনালয়, যুক্তরাজ্যের বিজনেস ডিপার্টমেন্ট এবং সিটি অব লন্ডন কর্পোরেশন। চুক্তির কেন্দ্রবিন্দুতে রয়েছে ইউকে-সৌদী সাসটেইনেবল ইনফ্রাস্টাকচার অ্যাসেমব্লি।
এটা এমন একটি প্লাটফর্ম যা দেশ দু’টির কোম্পানী, নীতিনির্ধারকগন ও ইন্ডাষ্ট্রি বিশেষজ্ঞদের একত্রিত করবে এই খাতে বিনিয়োগের ভবিষ্যতকে কাঠামো দানের জন্য।
প্রাথমিকভাবে এই অ্যাসেমব্লি সৌদী আরবের পাবলিক ইনভেস্টমেন্ট ফান্ড এবং প্রিন্স ফয়সল বিন ফাহাদ সাসটেইনেবল স্পোটর্স সিটি প্রোজেক্টের নেতৃত্বে নতুন ইলেক্ট্রিক ভেহিকল ইনফ্রাস্টাকচার কো: এর মতো প্রকল্পসমূহের প্রতি গুরুত্ব দেবে। আগামী মাসে সৌদী আরবের রাজধানী রিয়াদে অনুষ্ঠিত হবে এই অ্যাসেমব্লি বা সম্মিলনী। এরপর জুন মাসে যুক্তরাজ্যে সরকারের ‘গ্রেট ফিউচার্স’ প্রচারাভিযানের ব্যানারে লন্ডনেও এধরনের সম্মিলনী অনুষ্ঠিত হবে।
এতে ব্যবসা, বিনিয়ো, পর্যটন, শিক্ষা ও সংস্কৃতি সম্পৃক্ত কর্পোরেশনগুলোকে উপস্থাপন করা হবে।
শেষ পর্যন্ত একটি চূড়ান্ত পর্যায়ের মিটিং অনুষ্ঠিত হবে রিয়াদে ফিউচার ইনভেস্টমেন্ট ইনিশিয়েটিভ চলাকালে। অ্যাসেমব্লি বা সম্মিলনীর সৌদী সদস্যদের মধ্যে থাকবেন বিনিয়োগ মন্ত্রনালয়ের সার্ভিস সেক্টরের ডেপুটি অ্যাসিস্ট্যান্ট ফাহাদ আল-হাশেম এবং অর্থনীতি ও পরিকল্পনা মন্ত্রনালয়ের হাতিম আলঘামদি, হিশাম সুমায়লি এবং ফয়সল আবদীন। এতে আরো অংশ নেবেন ন্যাশনাল ডেট ম্যানেজমেন্ট সেন্টারের অল্টারনেটিভ ফান্ডিংয়ের জেনারেল ম্যানেজার সুলতান আল-খলিল এবং ন্যাশনাল সেন্টার ফর প্রাইভেটাইজেশন এর ইনফ্রাস্টাকচার এডভাইজারির ভাইস প্রেসিডেন্ট সালমান বদর।
যুক্তরাজ্যের পক্ষে থাকবেন ইউকে এক্সপোর্ট ফাইন্যান্স এর সিইও টিম রীড এবং মিডলইস্ট অ্যারাবিয়ান পেনিনসুলা বিষয়ক ডেপুটি ট্রেড কমিশনার পিটার অ্যাশবিসহ অন্যান্য কর্মকর্তাগন।